শেষ প্রচারে ত্রিপুরায় ঝড় তুলল তৃণমূল কংগ্রেস

অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচার পর্বে বলেছেন, তৃণমূল যা বলে তাই করে। মঙ্গলবারও ত্রিপুরায় প্রচার সেরেছেন ব্রাত্য বসু, সাংসদ নুসরত জাহান

Must read

প্রতিবেদন : শেষ ল্যাপে ঝড় তুলে ত্রিপুরায় প্রচার শেষ করল তৃণমূল কংগ্রেস। কমিশনের নিয়ম মেনে মঙ্গলবার বিকেল ৫টায় ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের প্রচার শেষ হয়। মন্ত্রী ব্রাত্য বসু, ফিরহাদ হাকিম এবং সাংসদ নুসরত জাহান তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জন্য শেষবেলার প্রচারে কার্যত ঝড় তুলে দিলেন। রোড শো থেকে জনসভা কিছুই বাদ গেল না। অনেক বাধা-বিপত্তি সত্ত্বেও প্রচার পর্বের শুরু থেকে শেষ পর্যন্ত এক ইঞ্চি জমিও ছাড়েনি তৃণমূল কংগ্রেস। মাত্র একদিন আগেই ত্রিপুরাবাসী সহ গোটা দেশ দেখেছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রচার টক্কর। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে সঙ্গে নিয়ে আগরতলায় রোড শো করেছেন৷ নির্বাচনী ইস্তাহারে জানান দিয়েছেন, জিতলে বাংলার উন্নয়ন প্রকল্প সব এখানে চালু করা হবে।

আরও পড়ুন-২০৩ ঘণ্টা পরেও প্রাণের খোঁজ, মৃতের সংখ্যা ছাড়াল ৩৮ হাজার

অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচার পর্বে বলেছেন, তৃণমূল যা বলে তাই করে। মঙ্গলবারও ত্রিপুরায় প্রচার সেরেছেন ব্রাত্য বসু, সাংসদ নুসরত জাহান। ত্রিপুরায় টানা থেকে প্রচার করেছেন ছাত্র নেতা সুপ্রিয় চন্দ, জয়া দত্ত, সুদীপ রাহা সহ বাকিরা। প্রচারে গিয়েছেন কুণাল ঘোষও। আগামী ১৬ ফেব্রুয়ারি ভোট দিয়ে জনগণ নিজেদের ভবিষ্যৎ ঠিক করবেন। ৬০ আসনের ত্রিপুরা বিধানসভায় ২৮টি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। তবে এক ইঞ্চি জমি যে বিজেপিকে ছাড়া হবে না তা আগেই বলে দিয়েছেন অভিষেক। ফল যাই হোক না কেন, ত্রিপুরাবাসীর প্রতি দায়বদ্ধ তৃণমূল কংগ্রেস। সারা বছর তৃণমূল কংগ্রেসের নেতা- কর্মীরা মানুষের পাশে থাকবেন। এখন অপেক্ষা সেই মাহেন্দ্রক্ষণের যেখানে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে বিজেপির অপশাসন থেকে বের করবে ত্রিপুরাবাসী।

Latest article