প্রতিবেদন : আজ, সোমবার শহরে মেগা সমাবেশ। তৃণমূল ছাত্র পরিষদের ২৬তম প্রতিষ্ঠাদিবসকে কেন্দ্র করে সেজে উঠেছে মেয়ো রোড-ধর্মতলা-সহ শহর কলকাতা এবং শহরতলি। হোর্ডিং-ব্যানার-পোস্টারে ছেয়ে গিয়েছে। তবে এবারের সমাবেশের বিশেষত্ব হল অ্যান্টি র্যাগিং প্রচার। সব জায়গায় প্রচারে এই বিষয়টি রাখা হয়েছে। সঙ্গে দেওয়া হয়েছে সরকারের দেওয়া টোল ফ্রি নম্বর (১৮০০-৩৪৫-৫৬৭৮)। একইসঙ্গে প্রচারে ‘ইন্ডিয়া’কেও রাখা হয়েছে। মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে মঞ্চে শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ চলছে।
আরও পড়ুন-সরকারি রেকর্ডে হাট-বাজারের জমি
আজ বেলা ১২টায় সভা শুরু হবে। উপস্থিত থাকবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিদেশে চোখের চিকিৎসা করিয়ে ফেরার পর এটাই তাঁর প্রথম প্রকাশ্য সমাবেশ। টিএমসিপির এই প্রতিষ্ঠাদিবসের সভা ভিড়ের নিরিখে ঐতিহাসিক হতে চলেছে৷ বেশ কিছুদিন ধরে গোটা রাজ্য জুড়ে টিএমসিপি নেতৃত্ব লাগাতার প্রস্ততিসভা করেছে। রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য-সহ গোটা টিম দৌড়ে বেড়িয়েছে বাংলার এ-প্রান্ত থেকে ও-প্রান্ত। উত্তরের জেলাগুলি থেকে বহু পড়ুয়া কলকাতায় এসে পৌঁছেছেন।
আরও পড়ুন-কপিলমুনির মন্দির বাঁচাতে উদ্যোগ রাজ্যের
দক্ষিণের জেলাগুলি থেকে প্রতি বছরের মতো এ-বছরও উপচে পড়া ভিড় হবে। এই সমাবেশ মঞ্চ থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন পথদিশা দেবেন, তেমনই লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে কোন পথে দল চলবে তার নির্দেশও দেবেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ছাত্র-যুবদের উদ্বুদ্ধ করবেন। বিশেষ করে যাদবপুরের ছাত্র-মৃত্যু ও তাকে কেন্দ্র করে যে বিশৃঙ্খলা ও ‘গোলি মারো’র রাজনীতি করছে বিরোধীরা, আজ তার সমুচিত জবাব দেবে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। ছাত্র সমাবেশকে ঘিরে আঁটোসাঁটো নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।