খেলা

চার বছর পর দেশের মাঠে আজ আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান

আমেদাবাদ, ৩০ মার্চ : গতবার যেখানে থেমেছিল, এবার সেখান থেকেই শুরু করতে চায় গুজরাট টাইটানস (Gujarat Titans)। তারা গতবার প্রথম খেলে চ্যাম্পিয়ন হয়েছিল। শুক্রবার আইপিএলের (IPL) উদ্বোধনী ম্যাচে হার্দিক পাণ্ডিয়ারা খেলবেন চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে।
মোতেরায় প্রথম ম্যাচের আগে সন্ধ্যা ছ’টা থেকে ৪৫ মিনিটের উদ্বোধনী (IPL) অনুষ্ঠান রয়েছে। তাতে বলিউডের শিল্পীরা থাকবেন। লেসার শো-রও ব্যাবস্থা রয়েছে। চার বছর পর দেশের মাঠে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে। বোর্ডের পক্ষ থেকে জমকালো প্রোগ্রামের ব্যবস্থা করা হয়েছে।

এবার ১২টি শহরে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে গ্রুপ লিগের ৭০টি ম্যাচ হবে। চার বছর বাদে এই প্রথম হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ হবে এবার। গতবার দশ দলের টুর্নামেন্ট হলেও বেশিরভাগ ম্যাচ হয়েছিল মুম্বই ও পুণেতে। শুক্রবার প্রথম ম্যাচে এক লাখ দর্শক হাজির হতে পারেন।
আইপিএলে এবার ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ থাকছে। যা নিয়ে অনেক চর্চা হয়েছে। দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং এটা নিয়ে অনেক কথা বলেছেন। হার্দিকরা শুক্রবারের ম্যাচে ডেভিড মিলারকে পাচ্ছেন না। ফলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে আর সাই কিশোর ও শিবম মাভির নাম ঘোরাফেরা করছে।
গতবারের চ্যাম্পিয়ন দল হিসাবে হার্দিকের দলের উপর সবার নজর থাকবে। কিন্তু বিশেষ নজর থাকবে ধোনির উপরেও। ৪২ চলছে। রোহিত শর্মা দাবি করেছেন, ধোনি আরও দু-তিন বছর খেলে দিতে পারেন। কিন্তু তাঁর মনে কি আছে সেটা ধোনিই জানেন। তাঁকে অনেকদিন পর দেখতে পাবেন ভক্তরা।

আরও পড়ুন- এলেন নারিন, কাল মোহালিতে পাঞ্জাব ম্যাচ

গতবার দুটি ম্যাচেই হার্দিকরা চেন্নাইকে হারিয়েছিলেন। এবার সিএসকে জবাব দেওয়ার চেষ্টা করবে। রবীন্দ্র জাদেজা ছন্দে রয়েছেন। ধোনি প্র্যাকটিসে বিশাল-বিশাল ছক্কা হাঁকিয়েছেন। তার উপর বেন স্টোকসকে তারা ১৬.২৫ কোটি টাকায় কিনেছে। গুজারাট যেমন কিনেছে কেন উইলিয়ামসকে।
ধোনি অবশ্য প্র্যাকটিসে হাঁটুতে চোট পাওয়ার পর তাঁকে ঘিরে সংশয় তৈরি হয়েছিল। কিন্তু সিএসকে অধিনায়ক পুরো ফিট। এই ম্যাচে তিনি খেলবেন। বৃহস্পতিবার ক্যাপ্টেনদের ফটো সেশনেও ছিলেন। তবে স্টোকস প্রথম দিকে শুধু ব্যাটই করবেন। তিনি বল করার জায়গায় নেই।

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

2 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

5 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

6 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

6 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

6 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

6 hours ago