যুবভারতীতে আজ সামনে জামশেদপুর

অনিশ্চিত সাহাল, সতর্ক মোহনবাগান

Must read

প্রতিবেদন : ওড়িশাকে হারিয়ে আগের ম্যাচে আইএসএলে শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া করেছে মোহনবাগান (Jamshedpur vs Mohun Bagan)। শুক্রবার যুবভারতীতে ঘরের মাঠে আন্তোনিও লোপেজ হাবাসের দলের সামনে খালিদ জামিলের জামশেদপুর এফসি। খালিদের হাতে পড়ে বদলে গিয়েছে জামশেদপুর। ২০ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ৬ নম্বরে ড্যানিয়েল চিমা চুকুরা। ১৫ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে মোহনবাগান তিনে। দুই ম্যাচ বেশি খেলে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ওড়িশা। ৩২ পয়েন্ট নিয়ে দুইয়ে মুম্বই সিটি। ওড়িশা এদিন জেতায় খালিদের দলকে হারালেও শীর্ষস্থান দখলের অপেক্ষায় থাকতে হবে হাবাসের দলকে।
ডার্বির আগে গুরুত্বপূর্ণ ম্যাচে পয়েন্ট নষ্ট করতে চান না মোহনবাগান (Jamshedpur vs Mohun Bagan) কোচ। যুবভারতীতে সাংবাদিক সম্মেলনে এসে হাবাস বললেন, ‘‘হার বা ড্র নিয়ে আমরা কখনও ভাবি না। সব সময় জেতার কথা মাথায় রেখেই প্রস্তুতি নিই আমরা। জানি, জামশেদপুর ম্যাচ কঠিন হবে জানি। তার পরেও আমাদের এক নম্বর জায়গাটা পাওয়ার লড়াই চলবে।’’

আরও পড়ুন- ক্ষমতা থাকলে দেখান করে তারপর জ্ঞান দিন ঝুলি ভরে

জামশেদপুর ম্যাচের আগে স্বস্তি ও অস্বস্তি সবুজ-মেরুন শিবিরে। স্বস্তির কারণ, ব্রেন্ডন হামিল ফিট ম্যাচ খেলার জন্য। তাঁকে খেলাতে পারেন হাবাস। অস্বস্তির কারণ, অনুশীলনে চোট পেয়ে শুক্রবারের ম্যাচে সম্ভবত নেই সাহাল আব্দুল সামাদ। ডার্বির আগে আক্রমণাত্মক মিডফিল্ডারকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছেন না মোহনবাগান কোচ। সাহালের জায়গায় জনি কাউকোদের পাশে শুরু থেকে খেলতে পারেন অনিরুদ্ধ থাপা।
লিগ-শিল্ড জিততে হলে লিগ পর্বে এক নম্বর জায়গাটা পেতেই হবে। তাই বাগানের স্প্যানিশ কোচ বললেন, ‘‘অন্য ম্যাচের ফলাফল নিয়ে ভাবতে চাই না আমরা। নিজেদের ম্যাচ নিয়েই ভাবতে চাই।’’
তাঁর মতোই মরশুমের মাঝখানে দায়িত্ব নিয়ে জামশেদপুর দলটাকে বদলে দিয়েছেন কোচ খালিদ। ভারতীয় কোচের প্রশংসা করে হাবাস বলেন, ‘‘খালিদ জামিল ভাল কাজ করছে। ওর এবং দলের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। তবে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। আশা করছি, ভাল ম্যাচ হবে। ওদের সেট-পিস এড়াতে আমাদের বুদ্ধি করে খেলতে হবে।’’

Latest article