পঞ্চায়েত ভোটের প্রস্তুতি দেখবেন, করবেন সাংগঠনিক বৈঠক

আজ আলিপুরদুয়ারে মন্ত্রী অরূপ

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার : প্রস্তুতি শুরু পঞ্চায়েত ভোটের। সমস্ত কাজ খতিয়ে দেখতে আজ সোমবার বিকেলে আলিপুরদুয়ার আসছেন রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas- Alipurduar)। সন্ধেয় জেলা কমিটিকে নিয়ে সাংগঠনিক বৈঠকে করার কথা তাঁর। একুশের ভোটে বিজেপিকে গোহারা হারিয়ে রাজ্যে বিপুল জনাদেশ নিয়ে তৃতীয়বার গঠিত হয়েছে তৃণমূল সরকার, কিন্তু এই জেলার পাঁচটি বিধানসভা আসন হারাতে হয়েছিল বিরোধী দলের কাছে। যদিও পরবর্তীতে জেলার দুই পুরভোটে নজরকাড়া সাফল্য এসেছে তৃণমূলের ঝুলিতে। আলিপুরদুয়ার (Aroop Biswas- Alipurduar) পুরসভার ২০টির মধ্যে ১৬টি এবং ফালাকাটার ১৮টির মধ্যে সবগুলো ওয়ার্ডই তৃণমূলের দখলে গেছে। দুই জায়গায় পুরবোর্ড গঠন করে উন্নয়নের কাজ করে যাচ্ছে দুই পুরসভা। এবার পালা আসন্ন পঞ্চায়েত নির্বাচনের। জেলার ৬৪টি গ্রাম পঞ্চায়েতেই যাতে তৃণমূল নিরঙ্কুশ ভাবে বোর্ড গঠন করতে পারে, সেই দিকে লক্ষ্য রেখেই প্রস্তুতি শুরু করেছে জেলা তৃণমূল। আর এই সমস্ত প্রস্তুতিই খতিয়ে দেখতে জেলায় আসছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। এই বৈঠকের পর মঙ্গলবার বীরপাড়ায় বীরসা মুণ্ডার মূর্তি স্থাপন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এই প্রসঙ্গে জেলা তৃণমূল সভাপতি প্রকাশ চিক বাড়াইক বলেন, মন্ত্রী সোমবার জেলায় আসবেন, আমাদের সঙ্গে বৈঠকও করবেন, তবে সংগঠনের অভ্যন্তরীণ বৈঠকের বিষয়বস্তু এই মুহূর্তে বলতে পারব না।

আরও পড়ুন-জবাব দিতে তৈরি বাংলার মা-বোনেরা

 

Latest article