আজ এএফসি কাপে মোহনবাগান বনাম আবাহনী

অনিশ্চিত দিমিত্রি, সতর্ক জুয়ান

Must read

প্রতিবেদন: এএফসি কাপের গ্রুপ পর্বে খেলা নিশ্চিত করতে আজ মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনে বাংলাদেশের ঢাকা আবাহনীর বিরুদ্ধে জিততেই হবে মোহনবাগানকে (Mohun Bagan vs Abahani Dhaka)। খেলা শুরু সন্ধ্যা সাতটায়। এএফসি কাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন পর্বের শেষ প্লে-অফ নিয়ে বেশ সতর্ক সবুজ-মেরুন শিবির। তার উপর দিমিত্রি পেত্রাতোস ও আশিক কুরুনিয়নের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। দু’জনের খেলা নিয়ে ধোঁয়াশা রেখেছেন কোচ জুয়ান ফেরান্দো। দু’জনেরই চোখে সংক্রমণ। সাংবাদিক সম্মেলনে এসে জুয়ান জানান, মেডিক্যালি ফিট নন দিমিত্রি ও আশিক। পরে সন্ধ্যায় আশিক যুবভারতীর মূল মাঠে দলের সঙ্গে চুটিয়ে অনুশীলন করলেও দিমিত্রি করেননি।

মোহনবাগানকে (Mohun Bagan vs Abahani Dhaka) চাপে রেখে প্রতিপক্ষ আবাহনী ৯ বিদেশি নিয়ে খেলতে এসেছে। ভিসা সমস্যা মিটিয়ে সোমবার দুপুরে দু’ভাগে ভাগ হয়ে শহরে এসে পৌঁছয় আবাহনী দল। বাংলাদেশের ক্লাবটির তিন বিদেশির রেজিস্ট্রেশনে অনিয়ম নিয়ে মোহনবাগান এএফসি-র কাছে অভিযোগ জানালেও সোমবার রাত পর্যন্ত তার কোনও জবাব আসেনি। আবাহনীর ম্যানেজারের দাবি, তারা নিয়ম মেনে ঠিক সময়েই বিদেশিদের রেজিস্ট্রেশন করিয়েছে।
প্রতিপক্ষ আবাহনীকে বেশ সমীহ করছে সবুজ-মেরুন শিবির। গত বছরই এএফসি কাপে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাবটিকে ৩-১ গোলে হারিয়েছিল মোহনবাগান। কিন্তু অতীত নয়, বর্তমান নিয়ে ভাবছেন জুয়ান। বলেছেন, আমাদের কাছে এটা নতুন ম্যাচ। নতুন লড়াই। প্রতিপক্ষকে আমরা শ্রদ্ধা করি। আবাহনী খুব ভাল দল। ভাল খেলোয়াড় আছে দলে। সহজ ম্যাচ হবে না। ম্যাচটা ফাইনালের মতো। ৯০ মিনিট আমাদের ফোকাস ধরে রাখতে হবে। এই সময়ের মধ্যেই আমাদের জিততে হবে।

আরও পড়ুন-কংগ্রেস-সিপিএম যেখানে বিজেপির সঙ্গে হাত মেলাবে, সেখানে তাদের একটা ভোটও নয়

আবাহনীর ৯ বিদেশি নিয়ে খেলতে আসা প্রসঙ্গে জুয়ান বলেছেন, ওরা কতজন বিদেশি নিয়ে খেলতে এসেছে, সেটা আমার জেনে লাভ নেই। আমরা নিজেদের শক্তিতে নজর দিচ্ছি। মাচিন্দ্রা ম্যাচে কিছু ভুলভ্রান্তি হয়েছে। সেগুলো শুধরে ছেলেরা সেরাটা দিতে চায় মাঠে। ডুরান্ড, কলকাতা লিগ, এএফসি কাপ— একসঙ্গে তিনটি প্রতিযোগিতার জন্য দলকে তৈরি করতে হচ্ছে। তাই সমস্যা হলেও মানিয়ে নেওয়ার চেষ্টা চলছে।
গত মরশুমে একেবারেই ভাল ফর্মে ছিলেন না লিস্টন কোলাসো। এবার ছন্দে আছেন। ডুরান্ডের প্রথম ম্যাচে নিজে গোল করেছেন, সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন। লিস্টন বলছেন, এবার প্রি-সিজন ভাল হয়েছে। আমাদের স্কোয়াড ভাল। ভাল ফলের ব্যাপারে আশাবাদী। অন্যদিকে, আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমোস বলেছেন, মোহনবাগান শক্তিশালী দল। তবে আমাদেরও সুযোগ আছে। ফাইনাল থার্ডে গোলের সুযোগ কাজে লাগাতে হবে।

Latest article