সংবাদদাতা, বহরমপুর : আজ, বৃহস্পতিবার সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনের ভোটগণনা (Sagardighi election Result)। সকাল ৮টা থেকে শুরু হবে ভোটগণনা। সাগরদিঘি কলেজে হবে ১২ রাউন্ড ভোটগণনা বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে কড়া নিরাপত্তায় ভোটবাক্স রাখা আছে স্ট্রং রুমে। উপনির্বাচনের তিন হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ ঘিরে উন্মাদনা দেখা দিয়েছে জেলাবাসীর মধ্যে। ভোটে জয়ী হওয়া নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূলের দেবাশীষ বন্দ্যোপাধ্যায়। বিজেপির দিলীপ সাহা এবং কংগ্রেসের বাইরন বিশ্বাসও আশাবাদী। বৃহস্পতিবার দুপুরেই মধ্যেই ভোটগণনা শেষ হবে বলে মনে করা হচ্ছে। গত তিনবারই সাগরদিঘিতে জয়ী হয় তৃণমূল। সুব্রত সাহা পরপর জয়ী হয়ে হ্যাটট্রিক করেন। তাঁর অকালমৃত্যুতেই সাগরদিঘিতে উপনির্বাচন হয় সোমবার। এবার ভোটগণনার পালা। এবারও তৃণমূলের জয়ের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদী জেলা তৃণমূল কংগ্রেস। এই বিষয়ে জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি খলিলুর রহমান বলেন, ‘‘কন্যাশ্রী, রূপশ্রী, সবুজসাথী থেকে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী-সহ একাধিক সরকারি প্রকল্পের সুবিধা পেয়েছেন জেলার পাশাপাশি সাগরদিঘির মানুষও। ফলে তাঁরা তৃণমূলের উপরই ভরসা রাখবেন।’’ নবগ্রামের তৃণমূল বিধায়ক কানাই মণ্ডল বলেন, ‘‘সাগরদিঘির মানুষ শান্তিতেই বরাবর ভোট দিয়ে এসেছেন। সেই শান্তিপ্রিয় মানুষকে অশান্ত করতে চেয়েছে বিরোধীরা। কিন্তু উন্নয়নের কাছে পরাজিত হয়ে বিরোধীরা সরে পড়েছে, কেননা সাগরদিঘি ফের তৃণমূলেরই হাতে আসতে চলেছে।’’ বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি শাওনি সিংহরায় বলেন, ‘‘জেলায় একুশের বিধানসভায় দুটি ছাড়া সব আসনই তৃণমূলের হাতে তুলে দেন মুর্শিদাবাদের মানুষ। সাগরদিঘির (Sagardighi election Result) ক্ষেত্রেও অন্যথা হবে না।’’ তৃণমূল প্রার্থী দেবাশীষ বন্দ্যোপাধ্যায় জয়ের বিষয়ে ১০০ শতাংশ আশাবাদী।
আরও পড়ুন: দেশের আর্থিক বৃদ্ধির হার ৫ শতাংশের নিচে