তাপমাত্রার পারদ ক্রমশ নামছে কলকাতায় (Kolkata Winter Weather)। ঠান্ডায় জবুথুবু শহরবাসী। রাজ্যের বিভিন্ন জেলায় হু হু করে নেমেছে তাপমাত্রার পারদ। হাওয়া অফিস জানাচ্ছে, আজ চলতি মরসুমের শীতলতম দিন।
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী,আজ, বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। বিহার ও ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিমাঞ্চলের কিছু জেলায় তাপমাত্রা ৯ ডিগ্রিতে নেমে গিয়েছে। দক্ষিণবঙ্গের (Kolkata Winter Weather) সমস্ত জেলাগুলিতেও হাঁড়কাপানো ঠাণ্ডা অনুভূত হচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় আরও ২ থেকে ৩ পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও নামবে তাপমাত্রার পারদ। উত্তরের জেলাগুলিতে সকালের দিকে ঘন কুয়াশা থাকায় দৃশ্যমান্যতা অনেকটাই কমেছে। ফলে দূরপাল্লার ট্রেনগুলি খানিকটা দেরিতে চলছে। ঠান্ডায় কাঁপছে জলপাইগুড়ি, ডুয়ার্স, কোচবিহার, দুই দিনাজপুরও।সেই সঙ্গে রয়েছে উত্তুরে হাওয়ার দাপট। ঠান্ডা থেকে বাঁচতে আগুন জ্বালিয়ে উষ্ণতার ছোঁয়া নিচ্ছে মানুষ।