প্রতিবেদন : কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে চা-শ্রমিকদের গর্জে ওঠার ডাক দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ডাকে সাড়া দিয়েই আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ জলপাইগুড়ির পিএফ অফিসের (PF Office- Protest) সামনে অবস্থান বিক্ষোভে শামিল হবেন ২০০-র বেশি চা-শ্রমিক। থাকবেন মন্ত্রী মলয় ঘটক, বুলুচিক বড়াইক এবং আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তৃণমূল চা-বাগান শ্রমিক ইউনিয়ন (টিসিবিএসইউ)-এর সদস্যরা এই আন্দোলনের নেতৃত্ব দেবেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, দীর্ঘদিন ধরে কেন্দ্রের বঞ্চনার শিকার নিরীহ চা-শ্রমিকেরা। বারবার তাঁদের নিয়ে নোংরা রাজনীতি করেছে বিজেপি। এবার তাঁরা জবাব দেওয়া জন্য প্রস্তুত। মঙ্গলবারের এই অবস্থান বিক্ষোভ ঐতিহাসিক এক প্রতিবাদ হয়ে থাকবে। পিএফ অফিস (PF Office- Protest) ঘেরাওয়ের মঞ্চ থেকেই আমরা আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেব।
আরও পড়ুন-সংসদে তৃণমূল কংগ্রেসের প্রশ্ন শূন্যপদ: অভিষেকের প্রশ্ন