চার পেসারের ভাবনা বাংলার, ইডেনে সবুজ উইকেটে আজ সামনে উত্তরপ্রদেশ

Must read

প্রতিবেদন : চার পেসার? সেরকমই ভাবনা বাংলার।
ঈশান পোড়েল, আকাশদীপ, সায়নশেখর মণ্ডল নিশ্চিত। বাকি জায়গাটায় গীত পুরি বা দুর্গেশ যাদব। দুজনেই বাঁ-হাতি পেসার। যিনি খেলবেন, তারই অভিষেক হবে ইডেনে। এরসঙ্গে শাহবাজ আমেদ। যাঁর অলরাউন্ড দক্ষতার উপর দলের যেমন আস্থা আছে, তেমনই শাহবাজ নিজেও বেশ ভাল ফর্মে আছেন।
মঙ্গলবার ইডেনে উত্তরপ্রদেশ ম্যাচ দিয়ে এবারের রঞ্জি অভিযান শুরু করছে বাংলা (Uttar Pradesh vs Bengal)। সবুজ উইকেটে প্রতিপক্ষকে বিপাকে ফেলার পরিকল্পনা রয়েছে লক্ষ্ণীরতন শুক্লার ছেলেদের। সেইজন্যই চার পেসারে খেলতে চাইছে বাংলা। তবে উত্তর প্রদেশের পেস আক্রমণও উড়িয়ে দেওয়ার মতো নয়।
অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ভারতীয় দলের সঙ্গে বাংলাদেশ সফরে রয়েছেন। হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে পেসার মুকেশ কুমার রয়েছেন বেঙ্গালুরুর জাতীয় অ্যাকাডেমিতে। মুকেশ বাংলাদেশেই ছিলেন ভারতীয় ‘এ’ দলের সঙ্গে। এই দুই ক্রিকেটারকে না পাওয়া বাংলার জন্য বড় ধাক্কা। অভিমন্যুর অনুপস্থিতিতে ঘরের মাঠে বাংলাকে নেতৃত্ব দেবেন বহু যুদ্ধের নায়ক মনোজ তিওয়ারি। তিনি পরের ম্যাচে হিমাচল প্রদেশের সঙ্গেও দলকে নেতৃত্ব দেবেন।

আরও পড়ুন-আজ জিতলেই ফাইনালে মেসি

মনোজ এদিন মেনে নিলেন যে, অফস্পিনার সৌরভ কুমার ও রহস্য স্পিনার কুলদীপ যাদবকে না পাওয়া উত্তরপ্রদেশের জন্য বড় সমস্যা। দু’জনেই ভারতের সিনিয়র দলের সঙ্গে বাংলাদেশ সফরে রয়েছেন। তবে তাদের দলে রয়েছেন করণ শর্মা, রিঙ্কু সিং, প্রিয়ম গর্গ ও শিবম মাভির মতো তরুণরা। বাংলার কোচ লক্ষ্মী সোমবার বলছিলেন, তাঁরা সবুজ উইকেটের দিকে না তাকিয়ে নিজেদের পারফরম্যান্সের দিকে নজর দিচ্ছেন। মনোজ, অনুষ্টুপ, সুদীপ ঘরামিদের ব্যাটে ভর করে প্রথমে ব্যাট করলে অন্তত চারশো রান তুলতে চায় বাংলা (Uttar Pradesh vs Bengal)। তবে এই উইকেটে সেটাও চ্যালেঞ্জ হতে পারে।
মনোজ এদিন বলছিলেন, ‘‘আমাদের প্রস্তুতি ভাল হয়েছে। এখন শুধু মাঠে নেমে পরিকল্পনা কাজে লাগাতে হবে। প্রত্যেকটা সেশনে জিততে চাই। যাতে ম্যাচটা জিততে পারি। আমার কাছে বাংলার নেতৃত্ব দেওয়াটা সবসময়েই সম্মানের। মাঠে নেমে সেরাটা দিতে চাই। আমার মনে হয় আমি ব্যাটিং ঠিকই করছি। আশা করি ম্যাচেও ভাল ব্যাট করতে পারব’’। কোচ লক্ষ্ণীর বক্তব্য হল, প্রথম থেকেই লড়াই করতে হবে। ছেলেদের কাছে বাংলার জার্সি গায়ে তোলাটাই বিরাট মোটিভেশন। ম্যাচে আমাদের চারদিনই ভাল ক্রিকেট খেলতে হবে।”

Latest article