প্রতিবেদন : বুধবার মহালয়ার দিনই ত্রিপুরায় স্টিয়ারিং কমিটি ও যুব কমিটি ঘোষণা করেছে দল। শুক্রবার ত্রিপুরার এই নতুন কমিটির সঙ্গে বৈঠক করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিকেল ৫টায় ভার্চুয়ালি এই বৈঠকে কলকাতা থেকেই ত্রিপুরায় দলের নেতাদের দিকনির্দেশ দেবেন তিনি।
দলের সংগঠনকে মজবুত ও আরও শক্তিশালী করতে ত্রিপুরার ভূমিপুত্রদেরই কমিটিতে রাখা হয়েছে। পুজোর পরে এই কমিটির মাধ্যমেই আাগামী দিনে দলের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়িত করা হবে।
আরও পড়ুন: জোট নাকি ঘোঁট! উপনির্বাচনে শান্তিপুরে প্রার্থী, বাকি তিন আসনে বামেদের সমর্থন কংগ্রেসের
বৃহস্পতিবার আগরতলায় বিভিন্ন দল থেকে ১৭৭ জন যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। ত্রিপুরায় দলের নবগঠিত স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিক জানান, ত্রিপুরায় শাসক দল বিজেপির অপশাসনের বিরুদ্ধে একমাত্র তৃণমূল কংগ্রেস লড়াই করছে। ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসই একমাত্র বিকল্প। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ত্রিপুরায় নতুন ভোরের সূচনা হবে। তাই প্রতিদিনই দলে দলে মানুষ তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন। তাঁর কথায়, ১৪৪ ধারা জারি করে বিজেপি সরকার গোটা রাজ্যকে অবরুদ্ধ করে রেখেছে। ১৪৪ ধারা জারি থাকলে ত্রিপুরায় দুর্গোৎসব হবে কী করে? অবিলম্বে এই ধারা প্রত্যাহার করতে হবে।
এদিন ত্রিপুরার যুব তৃণমূল কংগ্রেস নেতা বাপটু চক্রবর্তী সাংবাদিক সম্মেলন করে বলেন, তাঁরা রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নায়ডুর সঙ্গে দেখা করতে চেয়েও পারেননি। তাই ত্রিপুরার মুখ্যসচিবের মাধ্যমে ১২ দফার একটি দাবিসনদ পেশ করা হয়েছে। ত্রিপুরার মিডিয়াকে কীভাবে আক্রমণের মুখে পড়তে হচ্ছে এবং রাজ্যে কীভাবে বিরোধী দলগুলিকে আক্রমণের লক্ষ্য করা হচ্ছে তা নিয়ে বিপ্লব দেব সরকারের অপকর্মের অভিযোগ জানিয়েছে তৃণমূল। একইসঙ্গে নেশামুক্ত ত্রিপুরার কথা বলা হয়েছে।