প্রতিবেদন : ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে আজ রবিবার শেষ হল ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র (KIFF 2022) উৎসব-২০২২। গত ২৫ এপ্রিল শুরু হয়েছিল এই সিনেপার্বণ। অন্তিম পর্বে (KIFF 2022) রবীন্দ্রসদনে উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, পরিচালক রাজ চক্রবর্তী, ইন্দ্রনীল সেন, গৌতম ঘোষ প্রমুখ বিশিষ্টরা। কোভিডের কথা মাথায় রেখে সমস্ত রকমের সামাজিক বিধি মেনেই হয়েছে এবারের চলচ্চিত্র উৎসব। শুরুতেই দেখানো হয়েছে সত্যজিৎ রায়ের ‘অরণ্যের দিনরাত্রি’। ১০টি জায়গায় প্রদর্শিত হয়েছে মোট ১৬০টি সিনেমা। দেখানো হয়েছে ৬২টি বাংলা সিনেমা। সিনেমাগুলি দেখানো হয়েছে নন্দন ১, ২, ৩, নজরুল তীর্থ ১, ২, রবীন্দ্রসদন, রবীন্দ্র ওকাকুরা ভবন, চলচ্চিত্র শতবর্ষ ভবন, কনফারেন্স হল, কলকাতা ইনফর্মেশন সেন্টার ও শিশির মঞ্চে ।
আরও পড়ুন: অপরাধীর মনের কথা বলে দেয় ‘দ্য রেপিস্ট’