পার্ল, ১৯ জানুয়ারি : যখন ক্রিজে পা রেখেছিলেন, তখন মাত্র ৬৮ রানে ৩ উইকেট হারিয়ে দল ধুঁকছে। ওই পরিস্থিতি থেকে দলকে টেনে তোলেন রাসি ভ্যানডারডুসেন। ৯৬ বলে অপরাজিত ১২৯। যার জেরে স্কোরবোর্ডে তিনশোর কাছাকাছি রান তুলতে পেরেছিল দক্ষিণ আফ্রিকা।
একদিনের ক্রিকেটে নিজের সর্বোচ্চ রানের ইংনিস তৃপ্তি দিচ্ছে প্রোটিয়া ব্যাটসম্যানকে। বিশেষ করে পার্লের স্লো পিচে, যেখানে বল পড়ে ধীর গতিতে ব্যাটে আসছিল। ডুসেন বলেন, ‘‘আসলে দিনটা আমার ছিল। উইকেটের সঙ্গে ধাতস্থ হতে ১৫-২০টা বল লেগেছে। তার পরেই মানিয়ে নিয়েছিলাম। রান করতে পেরে ভাল লাগছে।” ডুসেন আরও জানান, উইকেটের চরিত্র বুঝেই তিনি সুইপ ও রিভার্স সুইপকে রান তোলার হাতিয়ার করেছিলেন।
আরও পড়ুন-বিরাট ফিরতেই হাতছাড়া ম্যাচ
কঠিন সময়ে ব্যাট করতে নেমে সতীর্থ টেম্বা বাভুমার সঙ্গে চতুর্থ উইকেটে ২০২ রান যোগ করেন ডুসেন। বাভুমাও সেঞ্চুরি হাঁকিয়েছেন। সতীর্থের প্রশংসা করে ডুসেনের বক্তব্য, ‘‘টেম্বা দারুণ সঙ্গ দিল। ও একদিকের উইকেট আঁকড়ে রেখেছিল বলেই আমি শট খেলতে পেরেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলেছি। এই পিচে যেটা জরুরি ছিল।” তাঁর ৯৬ বলের ঝোড়ো ইংনিসে রয়েছে ৯টি চার ও ৪টি ছয়। ডুসেন বলছেন, ‘‘রানের গতি বাড়ানোর জন্য অঙ্ক কষে ঝুঁকি নিয়েছি। তা কাজে লেগেছে।”
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…