প্রতিবেদন : রাজনৈতিক অস্থিরতা মিটতে না মিটতেই পাকিস্তানে শুরু হয়েছে অর্থনৈতিক সংকট। গম, আটা, দুধ প্রতিটি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে অস্বাভাবিক হারে। বাদ যায়নি শাকসবজিও। সবজির দাম শুনলে চোখ কপালে ওঠার জোগাড়। টম্যাটো (Tomato- Onion Price Hike in Pakistan)বিকোচ্ছে ৫০০ টাকা কেজিতে। পেঁয়াজ ও আলুর দর যথাক্রমে ৪০০ টাকা ও ১২০ টাকা কেজি। সাধারণ মানুষ বাজারে গিয়ে দর শুনে খালি হাতেই বাড়ি ফিরছেন। পরিস্থিতি মোকাবিলায় ভারতের কাছে আলু, পেঁয়াজ, টম্যাটো (Tomato- Onion Price Hike in Pakistan) চাইতে পারে শাহবাজ শরিফ সরকার।
আরও পড়ুন: বিজেপির ডাবল ইঞ্জিনের নমুনা
ইমরান খান সরকারকে হটিয়ে শরিফ সরকার ক্ষমতা দখল করলেও পূর্ববর্তী সরকারের কাছ থেকে পাওয়া অর্থনৈতিক সংকটের কারণে ধুঁকছে প্রতিবেশী দেশটি। এরই মধ্যে সিন্ধু প্রদেশ, বালুচিস্তান, দক্ষিণ পঞ্জাব প্রদেশের ভয়াবহ বন্যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সবজির দাম অধিকাংশ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে। এই অবস্থায় পাক সবজি ব্যবসায়ীরা চাইছেন, ভারত থেকে জরুরি ভিত্তিতে আলু, পেঁয়াজ আমদানি করা হোক। ব্যবসায়ীদের আশঙ্কা, অবিলম্বে আমদানি করা না হলে টম্যাটোর কিলো আর কয়েক দিনের মধ্যেই ৭০০ টাকায় পৌঁছে যাবে। বন্যার কারণে জোগান না থাকাতেই এই সংকট।
ভারত ছাড়াও ইরান থেকেও সবজি আনার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। কিন্তু তেহরান সরকার সবজি রফতানিতে প্রচুর কর চাপিয়েছে। তাই সেখান থেকে সবজি আনা যাচ্ছে না। এই পরিস্থিতিতে পাকিস্তান তাকিয়ে রয়েছে ভারতের দিকে। ওয়াঘা দিয়ে যদি ভারত নিত্যপ্রয়োজনীয় সবজি পাঠায় তাহলে কিছুটা হলেও স্বস্তি পাবে সেদেশের আমজনতা।