কাল ঘরের মাঠে সামনে মুম্বই, দলের ভুল নিয়ে কুয়াদ্রাতের ক্ষোভ

ম্যাচ হেরে লিগ টেবলে ন’নম্বরেই আটকে রবিবার বিকেলে শহরে ফিরেছে ইস্টবেঙ্গল। মঙ্গলবার যুবভারতীতে ঘরের মাঠে মুম্বই সিটির বিরুদ্ধে কঠিন ম্যাচ লাল-হলুদের

Must read

প্রতিবেদন : দলের রক্ষণ শক্তিশালী করতে অনুশীলনে এত পরিশ্রম করেন তাঁরা, অথচ সেই রক্ষণই যে ভেঙে পড়বে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে, তা ভাবতেই পারেননি ইস্টবেঙ্গলের কোচ কার্লেস কুয়াদ্রাত। তাই দলের ফুটবলারদের উপর বেশ ক্ষুব্ধ স্প্যানিশ কোচ। ম্যাচ হেরে লিগ টেবলে ন’নম্বরেই আটকে রবিবার বিকেলে শহরে ফিরেছে ইস্টবেঙ্গল। মঙ্গলবার যুবভারতীতে ঘরের মাঠে মুম্বই সিটির বিরুদ্ধে কঠিন ম্যাচ লাল-হলুদের। এই ম্যাচে ক্লেটন সিলভার মতো গোল স্কোরারকে পাবে না দল। তাই চিন্তায় কুয়াদ্রাত।
নর্থইস্ট ম্যাচে হারের পর নিজের দলের খেলোয়াড়দের উপর ক্ষুব্ধ কুয়াদ্রাত বলেছেন, ‘‘কোনও কিছু নিয়েই আমি খুশি হতে পারিনি। কোনও ম্যাচে তিন গোল হজম করলে সেখান থেকে পয়েন্ট বের করে আনা খুবই কঠিন। আমাদের রক্ষণকে শক্তিশালী করার জন্য অনেক কিছু করি আমরা। অথচ, সেই রক্ষণই এত ভুল করল। তাই ছেলেদের উপর খুব রেগে গিয়েছিলাম।’’

আরও পড়ুন-ছানি অস্ত্রোপচার নিয়ে ছেলেখেলা, মোদিরাজ্যে দৃষ্টিহীন হয়ে গেলেন রোগীরা

পরের ম্যাচ মুম্বইয়ের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে। কার্লেসের কথায়, ‘‘মুম্বই খুব ভাল দল। আমরা ঘরের মাঠে খেলব সমর্থকদের সামনে। কিন্তু নিজেদের পরিকল্পনা কাজে লাগাতে হবে। প্রতিপক্ষ নিয়ে নয়, নিজেদের নিয়ে ভাবতে হবে। ভুল করা চলবে না।’’
স্বস্তির ব্যাপার, মঙ্গলবার মুম্বই ম্যাচে সৌভিক চক্রবর্তীকে পাবে দল। ফলে মাঝমাঠ শক্তিশালী হবে। নতুন দুই বিদেশি ভিক্টর ভাসকুয়েজ এবং ফেলিসিও ব্রাউনের খেলায় সন্তুষ্ট ইস্টবেঙ্গল কোচ। ৬ ফুট ২ ইঞ্চির কোস্টারিকান স্ট্রাইকার ফেলিসিও মাঠে নেমেই প্রথম টাচে গোল করে সমর্থকদের ভরসা দিয়েছেন। ক্লেটনহীন মুম্বই ম্যাচে নন্দকুমারদের পাশাপাশি গোলের জন্য দল ভরসা রাখবে ফেলিসিওর উপরও।

Latest article