মণীশ কীর্তনীয়া : রাজ্যে লোকায়ুক্ত নিয়োগ নিয়ে সোমবার বিধানসভায় বৈঠকে মুখ্যমন্ত্রী ও স্পিকার। পশ্চিমবঙ্গ রাজ্য লোকায়ুক্ত নিয়োগের জন্য আগামী সোমবার বিধানসভায় বৈঠক হবে। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে এই বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মুখ্যসচেতক নির্মল ঘোষ। দীর্ঘদিন ধরেই রাজ্যে লোকায়ুক্ত গঠনের কথা চলছে। কোভিড, নির্বাচন-সহ একাধিক বিষয় এসে যাওয়ায় তা সম্ভব হয়নি। এবার সেই কাজ সেরে ফেলতে চান।
আরও পড়ুন-আশা-আশঙ্কায় বড়দিন উদযাপন দুই প্রধানের
সেই লক্ষেই এবার পদক্ষেপ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছরের শীতকালীন অধিবেশনে শেষ বারের মতো গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। দেশে লোকায়ুক্ত নিয়ে হইচই আলোচনা সমালোচনা কম হয়নি। রাজ্য সরকারও লোকায়ুক্তের পক্ষেই। তৃতীয় বারের জন্য সরকারে এসে মুখ্যমন্ত্রী চাইছেন প্রশাসনে আরও বেশি গতি আনতে। প্রয়োজনে প্রশাসনিক সংস্কার করতেও তিনি পিছপা নন।
সরকারের ভাবমূর্তি অনেকটাই নির্ভর করে আমলাদের কাজকর্ম ও প্রশাসনিক ভূমিকার ওপর। মুখ্যমন্ত্রীও চান স্বচ্ছ ও গতিময় প্রশাসন। সোমবারের বৈঠকের পর বোঝা যাবে লোকায়ুক্ত নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকার কোন পথে হাঁটতে চাইছে।