আশা-আশঙ্কায় বড়দিন উদযাপন দুই প্রধানের

স্প্যানিশ কোচের দলগঠন নিয়ে একগুঁয়েমি লগ্নিকারীদেরও বিরক্তি বাড়িয়েছে। শোনা যাচ্ছে, কর্তারা ইতিমধ্যেই বিকল্প কোচের সন্ধানে নেমেছেন।

Must read

প্রতিবেদন : আশা-আশঙ্কার দোলাচলে বড়দিনে ছুটির মেজাজ দুই প্রধানে। ক্রিসমাসে শনিবার আইএসএলেও কোনও খেলা ছিল না। অনুশীলনে ছুটি ছিল প্রায় সব দলের। শনিবার টিম হোটেলেই ক্রিসমাস পালন করেছেন মোহন-ইস্টের ফুটবলাররা।

আরও পড়ুন-ফের হাইকোর্টে জয় রাজ্য সরকারের, দুয়ারে রেশন প্রকল্প স্থগিতের আর্জি খারিজ হল হাইকোর্টে

বড়দিনের ছুটির পর লিগের লাস্ট বয় এসসি ইস্টবেঙ্গলে কোচ নিয়ে কী সিদ্ধান্ত হয়, সেদিকে নজর রয়েছে সবার। স্প্যানিশ কোচের দলগঠন নিয়ে একগুঁয়েমি লগ্নিকারীদেরও বিরক্তি বাড়িয়েছে। শোনা যাচ্ছে, কর্তারা ইতিমধ্যেই বিকল্প কোচের সন্ধানে নেমেছেন। ট্রান্সফার উইন্ডোয় নতুন ফুটবলার নেওয়া এবং চিমা, দের্ভিসেভিচদের রিলিজ করে দেওয়া নিয়েও আলোচনা চলছে বলে সূত্রের খবর।

আরও পড়ুন-কুণালকে তোপ শুভেন্দুর, সঙ্গে সঙ্গে পাল্টা

অন্যদিকে, কোচ বদলের পর জয়ে ফিরে ফুরফুরে মেজাজে এটিকে মোহনবাগানের ফুটবলাররা। সান্টা টুপি পরে সবুজ-মেরুন সমর্থকদের ক্রিসমাসের শুভেচ্ছা জানান প্রীতম কোটাল, শুভাশিস বোস, প্রবীর দাসের মতো বঙ্গসন্তানরা। দলের তারকা স্ট্রাইকার রয় কৃষ্ণ, গোলরক্ষক অমরিন্দর সিংও ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়েছেন।

স্ত্রীর সঙ্গে সদ্যোজাত সন্তানকে কোলে নিয়ে ক্রিসমাসে ভক্তদের আলাদা করে বার্তা দিয়েছেন কৃষ্ণ। বাগানের গোলমেশিন ট্যুইটারে লিখেছেন, ‘আমাদের পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই মেরি ক্রিসমাস। উৎসবের মরশুমে সবার জীবন ভালবাসা, খুশি ও শান্তিতে ভরে উঠুক।’

Latest article