‘বাংলার মা, বোনেদের আত্মসম্মান নিয়ে এই খেলাটা খেলবেন না’ বোলপুর থেকে বিরোধীদের আক্রমণ মুখ্যমন্ত্রীর

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, '‘‌টাকা ছড়ালে টাকা ফেরত পাওয়া যায়। কিন্তু মায়েদের আত্মসম্মান হারালে সেটা আর ফেরে না।’‌'

Must read

আজ, রবিবার বোলপুর লোকসভা (Bolpur Loksabha) কেন্দ্রে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) প্রার্থী অসিতকুমার মালের সমর্থনে সভা করে সন্দেশখালি এলাকায় নারী নির্যাতনের অভিযোগ সাজানো বলে বিজেপিকে তুলোধোনা করেন তিনি। ২০১৯ সালে এই লোকসভা কেন্দ্র থেকেই জয়ী হন অসিত মাল। বিজেপি এবার পিয়া সাহাকে এবার প্রার্থী করেছে বিজেপি। জনসভার পর মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে রোড–শো করেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘‌টাকা ছড়ালে টাকা ফেরত পাওয়া যায়। কিন্তু মায়েদের আত্মসম্মান হারালে সেটা আর ফেরে না।’‌’

আরও পড়ুন-লাভপুরের সভা থেকে নস্টালজিক মুখ্যমন্ত্রী

তিনি বলেন, ‘‌’মিথ্যে নাটক করতে করতে, ফেক ভিডিয়ো বানাতে বানাতে বিজেপির স্পর্ধা বেড়ে গিয়েছে। সন্দেশখালির কালি ঢাকতে, এখন তৃণমূলের ঘরে কালি ঢালার চেষ্টা করছে। সন্দেশখালির কথা আপনারা কেউ ভাবতে পেরেছিলেন? প্রধানমন্ত্রী এসে কত কাঁদছেন। এই ঘটনাটা কী ভাবে সাজিয়েছিল কেউ বুঝতে পেরেছিলেন? সন্দেশখালি টাকা দিয়ে সাজানো হয়েছিল। আমি বিজেপিকে বলব, টাকা দিলে টাকা পাওয়া যায়, কিন্তু মায়ের আত্মসম্মান গেলে সেটা ফিরে পাওয়া যায় না।’’

আরও পড়ুন-কাশ্মীরে বায়ুসেনার কনভয়ে গুলি জঙ্গিদের, শহিদ ১ জওয়ান, আহত ৪

মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেই বলেছেন, ‘‌’ভেবেছিলেন কখনও যে এরকম সাজানো ঘটনা হতে পারে? আমি বলতে চাই বিজেপিকে, মনে রাখবেন, টাকা ছড়ালে টাকা ফেরত পাওয়া যায়। কিন্তু মায়েদের আত্মসম্মান হারালে সেটা আর ফিরে আসে না। বাংলার মা, বোনেদের আত্মসম্মান নিয়ে এই খেলাটা খেলবেন না।’‌’

 

Latest article