প্রতিবেদন : রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ বন্ধ হওয়ার কোনও ইঙ্গিতই নেই। মস্কোর বিরুদ্ধে দাঁতে দাঁত চেপে লড়াই করে চলেছে কিয়েভ। এরই মধ্যে চার দিনের ভারত সফরে আসছেন ইউক্রেনের সহকারী বিদেশমন্ত্রী এমিন জাপারোভা (Emine Dzhaparova)। রবিবার তিনি দিল্লি এসে পৌঁছবেন। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রুশ আগ্রাসন শুরু হওয়ার পর এই প্রথম ইউক্রেনের কোনও মন্ত্রী ভারত সফরে আসছেন। এই সফরে জাপারোভা বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি, সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বিক্রম মিসরি, বিদেশ সচিব বিনয়মোহন কাওয়াত্রা-সহ গুরুত্বপূর্ণ সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। কূটনৈতিক মহল মনে করছে, এই ভারত সফরে ইউক্রেনের উপবিদেশমন্ত্রী ভারতের কাছে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নৈতিক সমর্থন চাইতে পারেন। ইউক্রেনের তরফেও এক বিবৃতিতে জাপারোভার (Emine Dzhaparova) এই সফরের কথা জানানো হয়েছে। কিয়েভের দাবি, ভারত ও ইউক্রেনের সম্পর্ক যথেষ্ট উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ। গত তিন দশকেরও বেশি সময় ধরে শিক্ষা, সংস্কৃতি, বাণিজ্য, প্রতিরক্ষা-সহ বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের সম্পর্ক আরও মজবুত হয়েছে।