বঙ্গ

কাকদ্বীপে হঠাৎ টর্নেডো-হানা, ত্রাণশিবিরে ৩৫ হাজার মানুষ

ব্যুরো রিপোর্ট: অতিভারী ‌বৃষ্টি ও ঝোড়ো বাতাসে বিপর্যস্ত দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু ব্লকে প্লাবন পরিস্থিতির মধ্যেই বুধবার বিকেল ৩টে ১৫ নাগাদ কাকদ্বীপের ১১ নং বৈকুণ্ঠপুরে আচমকা টর্নেডো আছড়ে পড়ে। ১০ সেকেন্ডের এই টর্নেডো-হানায় একটি বাড়ির অ্যাসবেস্টসের চাল উড়ে যায়, ফাটল ধরে বেশ কিছু বাড়ির দেওয়ালে, ক্ষতি হয় ধানিজমির। জেলার প্লাবন পরিস্থিতির জন্য ৩৫ হাজারের বেশি দুর্গত মানুষকে সরানো হয়েছে বিভিন্ন ত্রাণশিবির ও স্কুলে।

আরও পড়ুন :সাইবার ক্রাইম, আর্থিক দুর্নীতির দৌড়ে এগিয়ে ডাবল ইঞ্জিনের উত্তরপ্রদেশ-গুজরাত : রিপোর্ট

সুন্দরবনের উপকূলবর্তী সাগর, বকখালি, ফ্রেজারগঞ্জ, ক্যানিং, গোসাবা, মথুরাপুরের পাশাপাশি শহরতলির ডায়মন্ডহারবার, বারুইপুর, সোনারপুর, আমতলা, মহেতলা, বজবজ জলমগ্ন। মঙ্গলবার রাতে বকখালির অদূরে জম্বুদ্বীপের কাছে ডুবে যায় মাছধরার ভুটভুটি। উপকূলরক্ষী বাহিনী পাঁচ মৎস্যজীবীকে উদ্ধার করে। ঝড়ে ডায়মন্ডহারবার, পাথরপ্রতিমা, রায়দিঘিতে প্রচুর বিদ্যুতের তার ছিঁড়েছে। বিদ্যুৎহীন একাধিক এলাকা। বন্ধ সুন্দরবনের ফেরি সার্ভিস। মঙ্গলবার সন্ধ্যার পর ঝড়-‌বৃষ্টির দাপট বাড়তে থাকে।

আরও পড়ুন : বিতর্কে পড়ে মেধাতালিকা প্রত্যাহার বিশ্বভারতীর

ধান, সবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা। বুধবার দফায় দফায় বৃষ্টি হয়। প্রচুর কাঁচাবাড়ির ক্ষতি হয়েছে। দুর্যোগ মোকাবিলায় এনডিআরএফ, এসডিআরএফ, সিভিল ডিফেন্সের কর্মীরা মোতায়েন আছে। খোলা হয়েছে কন্ট্রোলরুম। জেলাশাসক পি উলগানাথন ডায়মন্ডহারবার মহকুমা প্রশাসনিক ভবনে মেগা কন্ট্রোলরুম ঘুরে বলেন, ‘৩৫ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। ত্রিপল, শুকনো খাবার, চাল বিতরণ করা হচ্ছে।’

মঙ্গলবার রাত থেকে অঝোর বৃষ্টিতে জলমগ্ন হাওড়ার বাগনান, উলুবেড়িয়া, শ্যামপুর, উদয়নারায়ণপুর, আমতা। বুধবারও সারাদিন বৃষ্টি হওয়ায় এইসব এলাকার মাঠঘাট জলের নীচে। প্রচুর ফসল নষ্ট হয়েছে। জলমগ্ন এলাকার মানুষদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার জন্য ত্রাণশিবির খোলা হয়েছে। বিধায়ক রাজা সেন বলেন, ‘পরিস্থিতির ওপর নজর রাখছি। বড় কোনও বিপত্তি ঘটেনি।’

আরও পড়ুন :“আমার লেখাপড়া প্রায় বন্ধ হতে বসেছিল। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী প্রকল্পের দৌলতে তা হয়নি।”

পূর্ব মেদিনীপুর জেলায় লাল সর্তকতা জারি হয়। মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি ছিল। তা সত্ত্বেও ইলিশের লোভে মাছ ধরতে যায় কয়েকটি ট্রলার। সমুদ্রবাঁধ পরিদর্শনে এসে মৎস্যমন্ত্রী অখিল গিরি সমুদ্রে ট্রলার দেখতে পেয়ে মৎস্য দফতরের আধিকারিকদের নির্দেশ দেন দ্রুত ট্রলারগুলিকে ফিরিয়ে আনতে। রামনগর ১ পঞ্চায়েত সমিতির সভানেত্রী শম্পা মহাপাত্রকে সঙ্গে নিয়ে তিনি দিঘা, মন্দারমণি, শঙ্করপুর এলাকার পরিস্থিতি খতিয়ে দেখেন।

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

2 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

5 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

5 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

5 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

5 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

5 hours ago