সংবাদদাতা, মেদিনীপুর : পশ্চিম মেদিনীপুরের গনগনির প্রাকৃতিক সৌন্দর্যের কথা মুখ্যমন্ত্রী শোনার পর এখানে পর্যটন কেন্দ্র গড়ে তোলার ব্যাপারে উদ্যোগী হয়েছিলেন। ইতিমধ্যেই এখানে পর্যটকদের জন্য কটেজ করে দিয়েছে রাজ্য সরকার। খড়্গপুরের সভা থেকে এদিন সেই কথা স্মরণ করিয়ে দেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন-জঙ্গলমহল সুন্দরী নতুন কর্মসংস্থান
তিনি বলেন, “জেলাশাসককে বলেছি এখানে পর্যটকদের জন্য যাতে তাড়াতাড়ি কটেজগুলো পাওয়া যায় তা দেখার জন্য।” এছাড়াও বৃহস্পতিবারের বক্তব্যে মুখ্যমন্ত্রী ফের তার মস্তিষ্কপ্রসূত স্বপ্নের প্রকল্প ‘দিঘা মেরিন ড্রাইভ’-এর কথা তুলে ধরেন। তিনি রাজ্যবাসীকে সমুদ্রের সৈকতের এই অপরূপ সৌন্দর্যমণ্ডিত মেরিন ড্রাইভ দেখতে যাওয়ার জন্য আহ্বান জানান। তাজপুরে সমুদ্রবন্দরকে ঘিরে ব্যাপক কর্মসংস্থানের বিষয়টিও তুলে ধরেন।
আরও পড়ুন-ডেঙ্গু নিয়ে স্বাস্থ্য দফতরের কড়া নজরদারি, কুইক রেসপন্স টিম, হাওড়ায় গ্রাফ নিম্নমুখী
আবার ঝাড়গ্রাম জেলাতেও কনক দুর্গামন্দিরে গিয়ে মন্দিরের উন্নয়নের জন্য আর্থিক সহযোগিতা করার প্রসঙ্গ এদিন তুলে ধরেন মুখ্যমন্ত্রী। এভাবে পশ্চিমবঙ্গের পাহাড় থেকে সমুদ্র, অরণ্য থেকে পর্যটন, শিল্প থেকে সংস্কৃতি সব বিষয়ে উন্নয়ন ও তার প্রচারের জন্য এদিন মুখ্যমন্ত্রী রীতিমতো স্লোগানের ঢঙে অভিমুখও ঠিক করে দেন। মঞ্চের উপর দাঁড়িয়েই মুহূর্তের মধ্যে মুখ্যমন্ত্রীর তৈরি করে দেওয়া স্লোগান, “প্রকৃতিতে ভরপুর, সংস্কৃতিতে গানের সুর” এখন সবার মুখে মুখে ঘুরছে।