গ্যাংটক যাওয়ার পথে পাহাড় থেকে নদীতে পড়ল গাড়ি! মৃত চালক-সহ কলকাতার পর্যটক

Must read

সিকিমে (Sikkim Accident) ভয়াবহ দুর্ঘটনার কবলে পর্যটকবোঝাই গাড়ি। প্রাণ গিয়েছে চালক-সহ দু’জনের। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে সিকিমের সিংটামের কাছে।

আরও পড়ুন- কোচবিহারগামী বাসে দুর্ঘটনা, মৃত ২

কলকাতার ৫ জনের একটি পরিবার গাড়িতে করে শিলিগুড়ি থেকে গ্যাংটকের দিকে যাচ্ছিল। যাওয়ার পথে সাংখোলার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রানি নদীতে পড়ে যায় পর্যটক-বোঝাই গাড়িটি (Sikkim Accident)। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির চালক এবং ৭২ বছর বয়সি কলকাতার বাসিন্দা রবীন্দ্রনাথ পালের। প্রশাসনিক সূত্রে খবর, দুর্ঘটনায় জখম হয়েছেন আরও চার বাসিন্দা- তাপস পাল (৩৩), কৃষ্ণা পাল (৩৬), মীরা পাল (৬০) এবং চার বছরের শিশু। তাদের উদ্ধার করে গ্যাংটকের সেন্ট্রাল রেফারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেহগুলি উদ্ধার করে সিংটাম হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে চালকের পরিচয় এখনও জানা যায়নি। দুর্ঘটনার কারণ জানার জন্য তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।

Latest article