শীত পড়ার শুরুতেই দেশে কোভিডের চিহ্ন। কেরলে (Kerala) সংক্রমণের হার এই মুহূর্তে বেশ উদ্বেগজনক। করোনা ভাইরাসের নয়া প্রজাতির হদিশ পাওয়া গেল কেরলে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR) শনিবার করোনা ভাইরাসের নয়া প্রজাতির হদিশ পাওয়ার খবরটি নিশ্চিত করেছে। এই মর্মে এক চিকিৎসক জানান, কেরলের তিরুবনন্তপুরম জেলার কারাকুলামে ৭৯ বছর বয়সি এক মহিলার দেহে করোনা ভাইরাসের নয়া প্রজাতি JN.1-পাওয়া গিয়েছে। প্রথমে তাঁর ইনফ্লুয়েঞ্জার মতো উপসর্গ দেখা দিয়েছিল। গত ১৮ নভেম্বর তাঁর RT-PCR পরীক্ষা করা হয়। ৮ ডিসেম্বর তাঁর শরীরে করোনা ভাইরাসের JN.1 প্রজাতির দেখা পাওয়া যায়।
আরও পড়ুন-‘বাংলাকে বদনাম করার চ.ক্রান্ত চলছে’, রাজধানীর পথে মুখ্যমন্ত্রী
করোনা ভাইরাসের BA.2.86 প্রজাতির সাব ভ্যারিয়ান্ট হল জেএন ওয়ান। গত মাস থেকেই করোনা সংক্রমণের হার বেড়েছে বেশ কয়েকটি দেশে। সিঙ্গাপুরের হাসপাতালগুলিতে বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে এই রোগীদের। এই মুহূর্তে মালয়েশিয়া, ইন্দোনেশিয়াতেও করোনা আক্রান্তের হার ভালোই বেড়েছে। বেশ কয়েকটি বিমানবন্দরে মাস্ক বাধ্যতামূলক হয়ে গিয়েছে।
আরও পড়ুন-পলাতক এসআই মনোজ শর্মা আলিগড়ে গ্রেফতার
উল্লেখ্য, কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ এই বিষয়ে বলেছেন, “কোন চিন্তার দরকার নেই। এটি একটি সাব-ভেরিয়েন্ট (COVID-19 সাব-স্ট্রেন JN.1)। এখন এটি সনাক্ত করা হয়েছে। কেরালা এটি সনাক্ত করেছে। যেহেতু কেরালার স্বাস্থ্য ব্যবস্থা খুব ভাল, আমরা জিনোমিক সিকোয়েন্সিংয়ের মাধ্যমে এটি সনাক্ত করতে পারি। চিন্তা করার দরকার নেই। আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। তবে আমাদের উচিত সতর্ক থাকা। কমরবিডিটিসে আক্রান্ত ব্যক্তিদের যত্ন নেওয়া উচিত।”
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…