ঐতিহ্যের পাহাড় গড়ার প্রতিযোগিতা জলপাইগুড়িতে

কালীপুজোর সময় পাহাড় বানিয়ে তাতে গাড়িঘোড়া, নদী, রাস্তা, ঘর, অর্থাৎ পাহাড়ে যা যা থাকে সমস্ত কিছু দিয়েই সাজিয়ে তোলা হয়।

Must read

বাসুদেব ভট্টাচার্য, জলপাইগুড়ি: শহর জলপাইগুড়ির প্রাচীন ঐতিহ্যকে ধরে রাখতে পাহাড় বানানোর প্রতিযোগিতা করা হচ্ছে শহরের ২০ নম্বর ওয়ার্ডে। কালীপুজোর সময় পাহাড় বানিয়ে তাতে গাড়িঘোড়া, নদী, রাস্তা, ঘর, অর্থাৎ পাহাড়ে যা যা থাকে সমস্ত কিছু দিয়েই সাজিয়ে তোলা হয়। এই পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে এবং কচিকাঁচাদের উৎসাহ দেওয়ার জন্যই এই উদ্যোগ বলে জানা গিয়েছে।

আরও পড়ুন-বঙ্গভঙ্গের বিরুদ্ধে চড়া সুর আলিপুরদুয়ারে

পাহাড়কে সাজিয়ে তুলতে রকমারি খেলনার প্রয়োজন। রকমারি খেলনার পশরা সাজিয়ে নিয়ে বসেছেন দোকানিরা। দিনবাজার এলাকার এক বিক্রেতা পবন আগরওয়াল বললেন, ‘পরম্পরা অনুযায়ী চাহিদা রয়েছে জলপাইগুড়িতে পাহাড়ের খেলনার। পাহাড়ের রকমারি খেলনার মধ্যে এবারে রয়েছে কারর্গিল সেট, জন্তুজানোয়ারদের সেট, যেমন হাতি, ঘোড়া, গরুরগাড়ি ইত্যাদি, ছোট ছোট সব রকমের খেলনা, স্টিমার।’ এই সমস্ত খেলনার চাহিদা থাকে বাচ্চাদের মধ্যে বলে জানান বিক্রেতারা। পবন আরও বলেন, খেলনার বিক্রি ভাল হচ্ছে। এক স্কুলছাত্র রাজ মুস্তাফি বলল, ‘সামনে কালীপুজো সেই উপলক্ষে পাহাড় বানাচ্ছি। পাশাপাশি ওয়ার্ডে পাহাড় বানানোর প্রতিযোগিতা হচ্ছে। তাতেও অংশ নিচ্ছি। পুরনো ঐতিহ্য ধরে রাখতে আমি তিন বছর ধরে পাহাড় বানাচ্ছি। পাহাড় বানাতে আমার খুবই ভাল লাগে।’

Latest article