সংবাদদাতা, বারাকপুর : ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’। এই প্রচারের জেরে পথদুর্ঘটনার সংখ্যা অনেকটাই কমেছে। এমনই মনে করছে বারাকপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ। মঙ্গলবার বারাকপুর চিড়িয়া মোড়ে বসানো হল ভ্রাম্যমাণ লোক আদালত। যে আদালতে রয়েছে সমস্তরকম আইনি ব্যবস্থা। অবাধ্য গাড়িচালকদের কাছ থেকে জরিমানা আদায় করল ভ্রাম্যমাণ এই লোক আদালতে।
আরও পড়ুন-নিউটাউনে নতুন উড়ালপুল চালু হচ্ছে আগামী বছর
জরিমানা করা টাকার পরিমাণও এখানে কিছুটা কম। তাতে খুশি গাড়িচালকরা। জরিমানার অঙ্ক কম হওয়ার পাশাপাশি এই ব্যবস্থায় তাঁরা খুব খুশি। বারাকপুরের এসিপি ট্রাফিক সোমদেব বন্দ্যোপাধ্যায় জানান, ট্রাফিক আইন ভঙ্গকারীদের কাছ থেকে জরিমানা সংগ্রহ করার জন্য রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের ব্যবস্থা করা হয়েছে। এই আদালতে ট্রাফিক আইন ভঙ্গকারীরা খুব সহজেই তাঁদের জরিমানার টাকা জমা দিতে পারবেন এবং সেই সঙ্গে আগামিদিনে আরও সতর্ক হয়ে গাড়ি চালাবেন।