নিউটাউনে নতুন উড়ালপুল চালু হচ্ছে আগামী বছর

নতুন বছরের শুরুতেই চালু করে দেওয়া হবে এই উড়ালপুলটি। সল্টলেক সেক্টর ফাইভ থেকে নিউটাউন যাতায়াতের এখন একমাত্র রাস্তা হল বিশ্ববাংলা সরণি।

Must read

প্রতিবেদন : সব ঠিকঠাক চললে আগামী বছরের শুরুতেই আরও একটি নতুন উড়ালপুল পেতে চলেছে নিউটাউন। সল্টলেকের সঙ্গে নিউটাউনের সেক্টর ফাইভের যোগাযোগ বাড়াতে এই পরিকল্পনা। সব ঠিকঠাক চললে চলতি বছরেই শেষ হয়ে যাবে এই উড়ালপুল নির্মাণের কাজ। সম্ভবত আগামী বছরের গোড়াতেই চালু হয়ে যেতে পারে এই উড়ালপুল। হিডকো সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে।

আরও পড়ুন-স্কুল নিরাপত্তায় সেফটি অডিট

এই উড়ালপুল চালু হয়ে গেলে রাজারহাট নিউটাউনের সঙ্গে সল্টলেক, কলকাতা ও বানতলার মধ্যে যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হবে। যাতায়াতের সুবিধাও হবে সেই সঙ্গে সময়ও কমবে। নিউটাউনের অ্যাক্সিস মলের পিছনে বলাকা আবাসন থেকে শুরু করে সল্টলেক সেক্টর ফাইভের মহিষবাথান পর্যন্ত তৈরি হচ্ছে এই উড়ালপুল। উড়ালপুলটির দৈর্ঘ্য প্রায় দেড় কিলোমিটার। আগামিদিনে চার লেনের এই উড়ালপুলের মাধ্যমে সহজেই নিউটাউনের অ্যাকশন এরিয়া ওয়ান থেকে চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতাল, অ্যাকোয়াটিকা ওয়াটার পার্ক থেকে সেক্টর ফাইভের গোদরেজ ওয়াটার সাইড, ওয়েবেল, নিক্কো পার্ক পর্যন্ত পৌঁছনো যাবে। আপাতত ডিসেম্বরের মধ্যে নির্মাণকাজ শেষ করার টার্গেট রাখা হয়েছে। তা সম্ভব হলে নতুন বছরের শুরুতেই চালু করে দেওয়া হবে এই উড়ালপুলটি। সল্টলেক সেক্টর ফাইভ থেকে নিউটাউন যাতায়াতের এখন একমাত্র রাস্তা হল বিশ্ববাংলা সরণি।

Latest article