নবনির্মিত বলরামপুর সেতু দিয়ে মার্চেই শুরু হবে যান-চলাচল

Must read

সংবাদদাতা, হুগলি : সিঙ্গুর (Singur) ও চন্দননগরের (Chandannagar) মাঝে বলরামপুর সেতু (Balarampur Bridge) নতুন করে নির্মাণের জন্য প্রায় তিন বছর ধরে যানবাহন ও পথচারীদের যাতায়াত বন্ধ ছিল সেটি। চন্দননগরের দিল্লি রোড থেকে সিঙ্গুরের নসিবপুর যাওয়ার পথে সেই বলরামপুর সেতুটির (Balarampur Bridge) নির্মাণকাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গিয়েছে বলে জানান হুগলি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়। মার্চ মাসের মধ্যেই নবনির্মিত বলরামপুর সেতুটি যানবাহন ও পথচারীদের জন্য ফের খুলে দেওয়া হবে। সেতুপথে শুরু হবে যান-চলাচল ও পথচারীদের যাতায়াত। নতুন সেতুটি এলাকার এক প্রবীণ বাসিন্দার নামে নামকরণের দাবি ইতিমধ্যে বিবেচনাধীন বলে জানান সুবীরবাবু। ফের সেতুপথ ব্যবহার করতে পারবে যানবাহনগুলি। আর কয়েক দিনের অপেক্ষা। তার পরই নতুন সেতুটির উদ্বোধন হবে। রাজ্যের কৃষি বিপণন ও পঞ্চায়েত প্রতিমন্ত্রী বেচারাম মান্না উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন। থাকবেন হুগলির জেলাশাসক, চন্দননগরের মহকুমা শাসক, জেলা পরিষদের আধিকারিকেরা ছাড়াও সিঙ্গুর ব্লকের বিভিন্ন দফতরের আধিকারিকরা।

আরও পড়ুন: হাতের তালুর মতো অতি-চেনা এলাকায় জনসংযোগে বীরবাহা

Latest article