প্রতিবেদন : নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল যাত্রীবাহী গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তিনজনের। গুরুতর জখম হয়েছেন আরও চারজন। ওই চার যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দার্জিলিং জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে সিপাইদুরার কাছে খাদে পড়ে যায় গাড়িটি। ছুটে আসেন স্থানীয়রা।
আরও পড়ুন-বিজেপি, সিপিএম ছেড়ে আইএনটিটিইউসিতে
খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছয় কার্শিয়াং থানার পুলিশ। দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। রক্তাক্ত অবস্থায় যাত্রীদের উদ্ধার করা হয়। কিন্তু ততক্ষণে মৃত্যু হয় তিনজনের। বাকিদের তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চোট গুরুতর হওয়ায় পরে তাঁদের অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ সূত্রে খবর, মৃত তিনজনই স্থানীয় বাসিন্দা। তাঁদের মধ্যে দু’জন গোলাবাড়ি ও সোনাদার বাসিন্দা। আরেকজনের নাম-পরিচয় জানা যায়নি। জানা গিয়েছে, এদিন দুপুরে যাত্রী নিয়ে ছোট গাড়িটি শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের দিকে যাচ্ছিল। পাহাড়ি রাস্তায় গাড়ির গতিবেগ বেঁধে দেওয়া হলেও দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির গতিবেগ বেশি ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। গাড়িটিতে ছিলেন ৭ জন যাত্রী। দুর্ঘটনার পর বন্ধ করে দেওয়া হয় রাস্তা। অন্য পথ দিয়ে যানবাহন পার করা হয়। কয়েকঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।