বিজেপি, সিপিএম ছেড়ে আইএনটিটিইউসিতে

মালদহের মহদিপুরে আইএনটিটিইউসির উদ্যোগে এক সভার আয়োজন করা হয়। সেই সভায় বিজেপি ও সিপিএম ছেড়ে প্রায় পাঁচ শতাধিক কর্মী আনুষ্ঠানিকভাবে যোগদান করেন

Must read

সংবাদদাতা, মালদহ : বিজেপি ও সিপিএম ছেড়ে আইএনটিটিইউসিতে যোগদান করলেন প্রায় ৫০০ কর্মী। মালদহের মহদিপুরে আইএনটিটিইউসির উদ্যোগে এক সভার আয়োজন করা হয়। সেই সভায় বিজেপি ও সিপিএম ছেড়ে প্রায় পাঁচ শতাধিক কর্মী আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

আরও পড়ুন-ব্রাজিলে রাষ্ট্রপতি নির্বাচনে প্রত্যাবর্তন বামপন্থী লুলার

নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন আইএনটিটিইউসির জেলা সভাপতি শুভদীপ সান্যাল। সভায় উপচে পড়ে ভিড়। এই সভায় মহদিপুর স্থলবন্দরের ট্রাক মালিক ও শ্রমিকদের নানা সমস্যার কথা উঠে আসে। তাঁদের সবরকম সমস্যা শুনে সেগুলোর সমাধান করার জন্য সবরকম সহযোগিতার আশ্বাস দেন সংগঠনের জেলা সভাপতি। এই যোগদান সভায় উপস্থিত ছিলেন সংগঠনের ইংলিশবাজার ব্লক সভাপতি কৌশিক ঝা, তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি চন্দন ঘোষ, জুল্লুর রহমান প্রমুখ। শুভদীপ সান্যাল জানান, পঞ্চায়েত নির্বাচনের আগে এটা বড় পাওনা। বিজেপি ও সিপিএম ছেড়ে পাঁচ শতাধিক কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

Latest article