সংবাদদাতা, হাওড়া : হাওড়া-বর্ধমান কর্ড শাখার কামারকুণ্ডু স্টেশনে ১ ও ২ নম্বর ডাউন লাইনে রক্ষণাবেক্ষণের কাজের জন্য ওই শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিল করল রেল কর্তৃপক্ষ। এর জেরে ফের দুর্ভোগে পড়বেন ওই শাখার যাত্রীরা। রেল সূত্রে জানা গিয়েছে, ৫ মে শুক্রবার থেকে ১৮ মে বৃহস্পতিবার পর্যন্ত দু’সপ্তাহ একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এর মধ্যে ৫, ৭, ১৫ ও ১৭ মে হাওড়া-বর্ধমান কর্ড শাখায় আপ ও ডাউন মিলিয়ে ৮টি লোকাল ট্রেন বাতিল থাকছে। ১০, ১১ ও ১২ মে ৬টি লোকাল ট্রেন, ৯ মে ৪টি লোকাল ট্রেন ও ৬, ৮, ১৩, ১৬ ও ১৮ মে দুটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।
আরও পড়ুন-বাঁধ-মেরামতি দেখে গেলেন মন্ত্রী
একাধিক লোকাল ট্রেন বাতিল করায় ফের চরম দুর্ভোগে পড়বেন হাওড়া-বর্ধমান শাখার যাত্রীরা। শহরতলির বহু মানুষ প্রতিদিন হাওড়া-বর্ধমান কর্ড লাইন লোকালে নানা প্রয়োজনে কলকাতায় আসেন। তাঁদের সবাইকেই নাজেহাল হতে হবে। হাওড়া-বর্ধমান কর্ড লাইন প্যাসেঞ্জার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রণব বন্দ্যোপাধ্যায় বলেন ‘কর্ড লাইনে লোকাল ট্রেন বাতিল হওয়া বন্ধই হচ্ছে না। এর ফলে যাত্রী দুর্ভোগ ক্রমশ বেড়ে চলেছে। এমনিতেই হাওড়া-বর্ধমান কর্ড শাখায় লোকাল ট্রেন কম। তার ওপর একাধিক লোকাল ট্রেন বাতিল হওয়ায় মানুষের দুর্ভোগ চলছেই। কবে এই দুর্ভোগ বন্ধ হবে আমরা কেউ জানি না।’যদিও রেলের দাবি পরিষেবার মান বাড়াতেই মাঝেমাঝে লোকাল ট্রেন বাতিল করে রেল লাইনে রক্ষণাবেক্ষণের কাজ করা হচ্ছে।