গদ্দারের ২ মামলা থেকে সরলেন মান্থা

শীর্ষ আদালত মামলাটি পাঠিয়ে দেয় কলকাতা হাইকোর্টে। বিরোধী দলনেতার বিরুদ্ধে বিভিন্ন ঘটনায় মোট ২৬টি এফআইআর করেছিল রাজ্য

Must read

প্রতিবেদন : অভিযোগ উঠেছিল বিরোধী দলনেতা মামলা করলেই তা মান্থার আদালতে যায়। এই নিয়ে উঠেছিল নানা প্রশ্নও। ঝড় উঠেছিল সমালোচনার। সেই সমালোচনা থেকে নিজেকে মুক্ত করতেই বিরোধী দলনেতার রক্ষাকবচ-সহ দু’টি মামলা থেকে সরে দাঁড়ালেন হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। বৃহস্পতিবার মামলার শুনানির সময়ই তিনি স্পষ্টভাষায় জানিয়ে দিলেন, দীর্ঘ শুনানি করার সময় এই এজলাসের নেই। আদালতে আরও ৫৩ জন বিচারপতি আছেন। অন্য কোনও এজলাসে পাঠানো হোক এই মামলা। লক্ষণীয়, সম্প্রতি রাজ্যের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে অভিযোগ জানানো হয়েছিল, হাইকোর্টে দ্রুত শুনানি হচ্ছে না।

আরও পড়ুন-শুভেন্দুর কনভয়ের গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন যুবক, গ্রেফতারির দাবিতে কলকাতা থেকে যাবেন তৃণমূল নেতৃত্ব

শীর্ষ আদালত মামলাটি পাঠিয়ে দেয় কলকাতা হাইকোর্টে। বিরোধী দলনেতার বিরুদ্ধে বিভিন্ন ঘটনায় মোট ২৬টি এফআইআর করেছিল রাজ্য। প্রতিটিই স্থগিত রাখতে হয়েছিল বিচারপতি মান্থার নির্দেশে। বিরোধী দলনেতাকে রক্ষাকবচ দিয়েছিলেন তিনি। তাঁর নির্দেশ ছিল হাইকোর্টের অনুমতি ছাড়া নতুন কোনও এফআইআর করা যাবে না বিরোধী দলনেতার বিরুদ্ধে। বিষয়টি নিয়ে নানা মহলে সমালোচনার ঢেউ ওঠে। সেই সমালোচনা থেকে নিজেকে মুক্ত করতেই এবারে দু’টি মামলা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন রাজাশেখর মান্থা। লক্ষণীয়, এর আগে এই মামলা থেকে সরে দাঁড়িয়েছিলেন বিচারপতি পার্থসারথি সেন।

Latest article