প্রতিবেদন : এগিয়ে আসছে ঘূর্ণিঝড়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শনিবার সকালে এটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে আছড়ে পড়বে। এর প্রভাবে প্রবল বৃষ্টিতে ভাসতে পারে শহর কলকাতা সহ রাজ্যের একাংশ। বইবে ঝোড়ো হাওয়া। এই ঘূর্ণিঝড়ের জেরে শুক্রবার থেকেই বদলে যাবে শহরের আবহাওয়া। দুর্যোগের আশঙ্কায় আগেভাগেই শুক্রবারের বহু ট্রেন বাতিল করল রেলওয়ে। শুক্রবার হাওড়া ও সাঁতরাগাছি থেকে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।
আরও পড়ুন : ফের কলকাতা দেখল মানবিক পুলিশকে
তার মধ্যে রয়েছে, হাওড়া-যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস, পুরুলিয়া-ভিল্লুপুরম এক্সপ্রেস, হাওড়া-হায়দরাবাদ ইস্ট-কোস্ট এক্সপ্রেস, হাওড়া-এমজিআর চেন্নাই এক্সপ্রেস, হাওড়া-যশবন্তপুর এক্সপ্রেস, হাওড়া-এমজিআর চেন্নাই সেন্ট্রাল মেল, সাঁতরাগাছি-এমজিআর চেন্নাই সেন্ট্রাল, হাওড়া-মাইসোর উইকলি এক্সপ্রেস, হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেস। আপাতত শুধু শুক্রবারের কিছু ট্রেনই বাতিল ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি দেখে শনিবার ও রবিবার ট্রেন বাতিলের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।