সংবাদদাতা, হাওড়া : শুক্রবার রাতে হাওড়া স্টেশনে (Howrah Station) রেলের চূড়ান্ত অব্যবস্থার শিকার হলেন কয়েকশো যাত্রী। শুক্রবার থেকে রাত ১২টা পর্যন্ত স্বাভাবিক সময়ে লোকাল ট্রেন হাওড়া থেকে ছাড়বে রেলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল। সেই অনুযায়ী শেষ আপ ব্যান্ডেল লোকাল রাত ১১টা ৪৫মিনিটে হাওড়া থেকে ছাড়বার কথা ছিল। অনেকেই সেই ট্রেন ধরতে হাওড়া স্টেশনে (Howrah Station) এসেছিলেন। কিন্তু কিছু না জানিয়েই ওই লোকালটি বাতিল করে দেয় রেল। রাত সাড়ে ১০টাতেই শেষ ব্যান্ডেল লোকাল হাওড়া থেকে ছেড়ে যায়। এর ফলে ট্রেন ধরতে আসা অনেক যাত্রী চরম বিপাকে পড়েন। নৈশবিধি থাকার কারণে হাওড়া থেকে শেষ ব্যান্ডেল লোকাল সাড়ে ১০টায় ছাড়ত। কিন্তু শুক্রবার থেকে তা বাড়িয়ে ১২টা অবধি করে রেল। সেই অনুযায়ী অনেক যাত্রী হাওড়া স্টেশনে এসেছিলেন। কিন্তু সাড়ে ১০টার পর ট্রেনের টাইম পেরিয়ে গেলেও ডিসপ্লে বোর্ডে বা মাইকে কিছু জানানো না হওয়ায় চরম অনিশ্চয়তার মুখে পড়েন ওই যাত্রীরা। যাত্রীরা অনুসন্ধান অফিসে গিয়ে জানতে পারেন সাড়ে ১০টার পর আর কোনও ট্রেন চলবে না। এরপর যাত্রীরা স্টেশন মাস্টারের কাছে গেলে তিনিও জানিয়ে দেন কিছু করতে পারবেন না। সাড়ে ১০টার পর আর ট্রেন চলবে না। যাত্রীরা বলেন তাহলে ১১টার সময় ব্যান্ডেল লোকালের টিকিট দেওয়া হল কেন? এর কোনও সদুত্তর রেলের পক্ষ থেকে দেওয়া হয়নি। আর ট্রেন চলবে না জানতে পেরে অনেক যাত্রী অনুসন্ধান অফিসে ক্ষোভে ফেটে পড়েন। রেলের খামখেয়ালিপনার জন্য অনেকেই চরম দুর্ভোগে পড়েন। কেউ কেউ সারা রাত হাওড়া স্টেশনে বসে কাটিয়ে দেন। আবার শ্রীরামপুর, কোন্নগরের কিছু যাত্রী অতিরিক্ত গাঁটের কড়ি দিয়ে গাড়ি ভাড়া করে বাড়ি যান। ক্ষুব্ধ যাত্রীরা বলেন রেলের বিজ্ঞপ্তি দেখেই শেষ ব্যান্ডেল লোকাল ধরতে এসেছিলাম। কিন্তু সেই বিজ্ঞপ্তি উড়িয়ে নৈশবিধির সময়ের মতোই শেষ ব্যান্ডেল লোকাল সাড়ে ১০টায় হাওড়া থেকে ছাড়ল। রেলের এই অব্যবস্থার খেসারত দিতে হল সাধারণ যাত্রীদের।