পুরসভার স্টেডিয়ামে পিকের নামে প্রশিক্ষণ কেন্দ্র

জানুয়ারি মাস থেকে চালু হয়ে যাবে প্রশিক্ষণ কেন্দ্রটি। তারই প্রস্তুতি চলছে জোরকদমে। এখানে সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে।

Must read

সংবাদদাতা, হাওড়া : হাওড়ার দাসনগরে প্রয়াত কিংবদন্তি ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়ের নামাঙ্কিত ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র চালু হচ্ছে। প্রবাদপ্রতিম ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়ের ভাই সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নতুন বছরের গোড়ায় জানুয়ারি মাস থেকে চালু হচ্ছে ওই প্রশিক্ষণ কেন্দ্রটি। দাসনগরে হাওড়া কর্পোরেশনের আলামোহন দাস স্টেডিয়ামে ‘পিকে-প্রসূন ফুটবল ট্রেনিং স্কুল’ শীর্ষক ওই প্রশিক্ষণ কেন্দ্রে অনূর্ধ্ব ১২ বছর বয়স থেকে ছেলেদের প্রশিক্ষণ দেওয়া হবে।

আরও পড়ুন-রবীন্দ্রভারতীতে কোনও সমস্যা নেই : ব্রাত্য

এই উদ্দেশ্যে হাওড়া কর্পোরেশন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ১৪ বছরের চুক্তি করেছে। তারপরই সাংসদ উদ্যোগী হয়ে প্রায় আড়াই লক্ষ টাকা খরচ করে মাঠটি ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রের উপযুক্ত করে গড়ে তোলা হচ্ছে। তারপরই মাঠে প্রসূনের উদ্যোগে ফ্লাডলাইটও লাগানো হবে। প্রসূন বলেন, ‘‘সম্পূর্ণ বিনামূল্যে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলা হবে প্রশিক্ষণ কেন্দ্রটি। এই জন্য প্রতিটি স্কুলকে চিঠি দিয়ে দু’জন করে অনূর্ধ্ব ১২ বছর বয়সি খেলাধুলায় উৎসাহী ছাত্রের নাম চাওয়া হচ্ছে। তাদের থেকে নির্বাচিত ছাত্রদের প্রশিক্ষণ দেওয়া হবে এখানে।

আরও পড়ুন-চাপের মুখে রাজ্যকে বৈঠকে ডাকল কেন্দ্র

বিখ্যাত প্রাক্তন ফুটবলার গৌতম সরকার এখানে ডিরেক্টর থাকবেন। এছাড়া আমিও প্রশিক্ষণের বিষয়টি দেখভাল করব। জানুয়ারি মাস থেকে চালু হয়ে যাবে প্রশিক্ষণ কেন্দ্রটি। তারই প্রস্তুতি চলছে জোরকদমে। এখানে সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। এখানে পিকে-চুনী নামাঙ্কিত একটি ড্রেসিংরুমও করা হচ্ছে।’’ সম্প্রতি এই উপলক্ষে ওই স্টেডিয়ামটি পরিদর্শন করেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। ছিলেন হাওড়ার মুখ্য পুরপ্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী সহ অন্যান্য পুর আধিকারিকরা। সুজয় চক্রবর্তী বলেন, ‘‘ এই প্রশিক্ষণ কেন্দ্রটি গড়ে তুলতে সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়কে পুরনিগমের তরফে সবরকমের সাহায্য করা হবে।’’

Latest article