প্রতিবেদন : রাজ্যের বাজি নির্মাতাদের হাতেকলমে পরিবেশবান্ধব সবুজ বাজি তৈরির প্রশিক্ষণ দেওয়ার কাজ চলছে। দ্বিতীয় দফায় আগামী ২৬ থেকে ৩০ জুলাই দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হবে বলে পরিবেশ দফতর সূত্রে জানা গিয়েছে। জাতীয় পরিবেশ প্রকৌশল এবং গবেষণা প্রতিষ্ঠান নিরির বিশেষজ্ঞরা বাজি উৎপাদকদের এই দূষণমুক্ত বাজি তৈরির প্রশিক্ষণ দেবেন। বিভিন্ন জেলার ২০০ বাজি নির্মাতা সংস্থার প্রতিনিধিরা ওই শিবিরে অংশ নেবেন বলে জানা গিয়েছে। তাঁদের হাতেকলমে দূষণ সৃষ্টিকারী বেরিয়াম নাইট্রেট মুক্ত ফুলঝুরি, তুবড়ি, রংমশাল ইত্যাদি বাজি তৈরির প্রশিক্ষণ দেওয়া হবে।
আরও পড়ুন-পঞ্চায়েতের চূড়ান্ত ফল প্রকাশ করল কমিশন
এর আগে গত বছর ডিসেম্বর মাসে ওই জেলারই বজবজে একই ধরনের এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনার শতাধিক বাজি উৎপাদক সংস্থার প্রতিনিধি ওই কর্মশালায় অংশ নিয়েছিলেন। নিরাপদ ও পরিবেশবান্ধব বাজি তৈরিতে উৎসাহ দিতে রাজ্য সরকার বাজি শিল্পের সঙ্গে যুক্ত কর্মীদের এই বিশেষ প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে। আতশবাজি ব্যবসায়ীদের দাবি, কমপক্ষে ১০ লক্ষ মানুষ আতশবাজি ব্যবসার সঙ্গে যুক্ত হতে চান।
আরও পড়ুন-বীরভূম থেকে ধর্মতলায় দেড় লাখ
আগামী উৎসবের মরশুমে যাতে আতশবাজির বাজারে ঘাটতি না পড়ে, সেই বিষয়টিও নজরে রাখছেন আতশবাজি ব্যবসায়ীরা। মোট তিনটি স্তরে এই প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রথম দফায় এই ব্যবসায় যারা মূল যুক্ত তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। দ্বিতীয় স্তরে এই শিল্পে যুক্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা সহ যাঁরা এই শিল্পে উৎপাদনে যুক্ত তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে এবং তৃতীয় স্তরে আতশবাজি পার্ক এবং হাবের সঙ্গে যুক্ত যাঁরা তাঁদেরকে এই প্রশিক্ষণ দেওয়া হবে। ৩০ হাজার মানুষ এই প্রশিক্ষণ নিতে আবেদন জানিয়েছেন।