প্রতিবেদন : কোভিড-ত্রাস থেকে এখনও মুক্তি মেলেনি। তবে রাজ্যের পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। কোভিড সুরক্ষায় একের পর এক ব্যবস্থা নিয়ে চলেছে রাজ্য সরকার। এবারে তাই চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে লোকাল ট্রেনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। রাজ্য সরকার অনুমতি দিলে ১৫ নভেম্বর থেকে ১৪৬টি লোকাল ট্রেন চালাবে তারা।
আরও পড়ুন-নির্বিঘ্নে ভোট করতে তৎপর কমিশন
উৎসবের মরশুম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক কর্মজীবন ফিরে আসছে মানুষের। ১৬ নভেম্বর থেকে খুলে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান। স্বাভাবিকভাবেই ভিড় বাড়বে ট্রেনে। কিন্তু কোভিড-সুরক্ষার জন্য দূরত্ববিধিও অবশ্যই মানতে হবে যাত্রীদের। বিষয়টি বিবেচনা করেই ট্রেনের সংখ্যাবৃদ্ধির সিদ্ধান্ত রেলের। এবং তা দফায় দফায়।
শহরতলিতে প্রথম দফায় ৪৮টি লোকাল ট্রেন চলাচল শুরু হয় ৩১ অক্টোবর। দ্বিতীয় দফায় ৮ নভেম্বর সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১০৪। রাজ্যের অনুমতি মিললে তৃতীয় দফায় তা বেড়ে দাঁড়াবে ১৪৬। আপে চলবে ৭২টি ট্রেন, ডাউনে ৭৪টি। হাওড়া, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের মধ্যে মূলত চলাচল করবে এই ট্রেনগুলি।