প্রতিবেদন : সুপ্রিম কোর্টে জোড়া ধাক্কা গদ্দারের। বিরোধী দলনেতাকে কেন্দ্র করে দুটি মামলারই দ্রুত শুনানির জন্য শুক্রবার কলকাতা হাইকোর্টকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। তাঁর রক্ষাকবচের বিষয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য। সেই মামলার দ্রুত শুনানির জন্য কলকাতা হাইকোর্টকে নির্দেশ দেওয়া হল।
আরও পড়ুন-তদন্তে সিবিআইকে সহযোগিতার বার্তা দিলেন অভিষেক
গদ্দারের বিরুদ্ধে দ্বিতীয় মামলাটি করেছিলেন কাঁথির আইনজীবী আবু সোহেল। গত নভেম্বরে নন্দকুমারে গদ্দার ধর্মীয় উসকানিমূলক কথাবার্তা বলেছিলেন বলে অভিযোগ আবু সোহেলের। শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করেছিল নন্দকুমার থানার পুলিশও। কিন্তু কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশের ফলে সেই মামলা থমকে দাঁড়ায়। মামলা পৌঁছায় সুপ্রিম কোর্টে। সেই মামলারও শুনানির নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টকেই। স্বাভাবিকভাবেই গভীর অস্বস্তিতে বিরোধী দলনেতা এবং গেরুয়া শিবির।