সুপ্রিম কোর্টকে কটাক্ষ করে পরের বিচারপতিকে পরিহাস

নির্দেশ ছিল এই রকম, সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেলকে যে হলফনামা পাঠিয়েছেন, তার অনুলিপি যেন তাঁকে পাঠানো হয়।

Must read

প্রতিবেদন : হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন। নির্দেশ ছিল এই রকম, সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেলকে যে হলফনামা পাঠিয়েছেন, তার অনুলিপি যেন তাঁকে পাঠানো হয়। এই নির্দেশের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে সুপ্রিম কোর্ট। বিচারপতি বোপান্না ও বিচারপতির কোহলির বেঞ্চ বিচারপতি বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের উপর স্থগিতাদেশ দেয়।

আরও পড়ুন-তদন্তে সিবিআইকে সহযোগিতার বার্তা দিলেন অভিষেক

এই নির্দেশের পরেই শুক্রবার সন্ধ্যায় বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রকাশ্যেই হতাশা প্রকাশ করলেন। সুপ্রিম কোর্টকে কটাক্ষ করে যুগ যুগ জিও বললেন। শুধু তাই নয়, বিচারপতিদেরও পরিহাস করতে ছাড়লেন না। তাঁর মন্তব্য, সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত। মেনে চলতেই হবে। এরপর এজলাসে মামলা চলাকালীন যেভাবে মন্তব্য করেন ঠিক সেই ভঙ্গিতে বলে ওঠেন সুপ্রিম কোর্ট যুগ যুগ জিও। দুটি মামলা থেকে তাঁকে সরানো হলেও বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রকাশ্যেই অনুমান করে বললেন, যে কারণে দুটি নিয়োগ মামলা সরেছে, বাকি মামলাও সরবে একই কারণে। বিচারব্যবস্থার উপর আস্থা রাখার কথা বলেও তাঁর মন্তব্য, কোনও মামলায় আমার সিদ্ধান্তে পৌঁছতে ছ’মাস সময় লেগেছে, যাঁরা আসবেন ৬০ বছরও লাগতে পারে। অর্থাৎ তিনি দ্রুততার সঙ্গে কাজ করেন। বাকি বিচারপতিদের দীর্ঘসূত্রিতা নিয়ে প্রকাশ্যে কটাক্ষ।

Latest article