ট্রামপ্রেমী সংগঠনের সদস্যরা বিবাদী বাগ এলাকায় ট্রাম (Tram) পরিষেবা স্বাভাবিক করার দাবি নিয়ে মহাকরণ স্টেশন এলাকায় অনেকক্ষণ বিক্ষোভ দেখালেন। ডালহৌসি চত্বরে মেট্রোর স্টেশন তৈরির কাজ শেষ হয়েছে অনেকদিন আগেই। গঙ্গার তলা দিয়ে মেট্রো পরিষেবা চালু হয়েছে। কিন্তু মেট্রোর কাজের জন্য বিবাদী বাগ থেকে বন্ধ হয়ে যাওয়া ট্রাম নতুন করে চালু হয়নি। এখান থেকে একদা চারটি রুটে ট্রাম চলত। কিন্তু এখন চলে না। ট্রামপ্রেমী সংগঠনের প্রতিনিধিরা এবার বন্ধ হওয়া কমপক্ষে তিনটি রুটে ট্রাম চালুর দাবি নিয়ে বিবাদী বাগে সমাবেশ করল। ইস্ট–ওয়েস্ট মেট্রোর পরিকাঠামো তৈরির কাজ শেষ হলে ট্রাম ও বাস টার্মিনাসের জমি ফিরিয়ে দেওয়া হবে বলে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড কর্তৃপক্ষর তরফে জানানো হয়। মেট্রোর নির্মাণ শেষ হয়েছে। মহাকরণ স্টেশন দিয়ে ট্রেন যাতায়াত করছে। কিন্তু টার্মিনাসের জমি ফেরানো হয় নি।
আরও পড়ুন-প্রশ্নের মুখে মেজাজ হারান বিজেপি প্রার্থী
ট্রামপ্রেমী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই এলাকা থেকে মিনি বাস স্ট্যান্ড এবং ট্রাম সরানোর জন্য পরিবহণ দফতরকে ক্ষতিপূরণও দেয় মেট্রো। কিন্তু পরিবহণ দফতর ট্রাম ফেরানোর বিষয়ে কথা বলতে নারাজ। প্রসঙ্গত, ইস্ট–ওয়েস্ট মেট্রোর কাজ করার জন্য মেট্রো কর্তৃপক্ষ ক্ষতিপূরণ বাবদ প্রায় ১১ কোটি টাকার বেশি ট্রাম সংস্থাকে দিয়েছিল। ট্রামপ্রেমী সংগঠনের প্রতিনিধিরা জানান, লাইন পাতার জন্য আট মাস আগে টেন্ডার ডাকা হয়। কিন্তু তারপরেও কোনও উদ্যোগ নেই। এই বিষয়ে পরিবহণ নিগম পুলিশের আপত্তির কথা জানিয়েছে বলেই তারা জানান।