সংবাদদাতা, বহরমপুর : মুর্শিদাবাদ জেলা পুলিশের সহযোগিতায় এবং জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় মোটর ভেহিকেল মামলার তাৎক্ষণিক নিষ্পত্তির জন্য ভ্রাম্যমাণ ট্রাফিক লোক আদালত (Traffic Court) চালু হল বহরমপুর শহরে। শনিবার বহরমপুর ট্রাফিক লোক আদালত মঞ্চে উপস্থিত হয়ে জেলা জজ ইন্দ্রনীল অধিকারী বলেন, বিভিন্ন ট্রাফিক মামলায় দিনের পর দিন বিভিন্ন আদালতে ঘুরতে হয়। ওই সমস্ত মামলা দ্রুত নিষ্পত্তির কারণে ভ্রাম্যমাণ ট্রাফিক আদালত (Traffic Court) বেঞ্চের ব্যবস্থা করা হল। কেননা, ট্রাফিক নিয়ে ঝুলে-থাকা মামলাগুলিতে দুই পক্ষই সমস্যার মুখে পড়ে। কলকাতার বাইরে এই ধরনের প্রচেষ্টা হয়নি, মুর্শিদাবাদ জেলাতেই এই প্রথম ভ্রাম্যমাণ লোক-আদালত বেঞ্চ শুরু হল। যদি ওই ভ্রাম্যমাণ আদালত সফল হয়, তাহলে অন্যত্র শুরু হবে বলে জানান ইন্দ্রনীলবাবু। তিনি আরও বলেন, সাধারণ মানুষকে তাড়াতাড়ি মামলা থেকে মুক্তি দেওয়াই ওই ভ্রাম্যমাণ আদালতের একমাত্র উদ্দেশ্য। মূলত গাড়ির মামলা— যেমন— ট্রাফিক আইন লঙ্ঘন, বিনা হেলমেট, লাইসেন্সবিহীন, দূষণ পরীক্ষায় ফেল, ইনসিওরেন্স ফেল এবং গাড়ি-সংক্রান্ত অন্যান্য বিষয়গুলি ওই ভ্রাম্যমাণ আদালতেই নিষ্পত্তি হবে বলে জানান বিচারক।
আরও পড়ুন: চক্ষু চড়কগাছ কাটোয়া হাসপাতাল কর্তৃপক্ষের, ভুয়ো বিলে পুকুরচুরি