প্রতিবেদন : মানবিকতার অনন্য নজির। বিরল গ্রুপের রক্ত চাই। তাই একজনের প্রাণ বাঁচাতে ৩৩০ কিলোমিটার পথ উজিয়ে এলেন দুই যুবক। বেঙ্গালুরুতে রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন জঙ্গিপুরের মির্ধাপাড়ার বাসিন্দা বাসেদ শেখ ও বাবুলাল শেখ। বুধবার চেন্নাইতে এক বেসরকারি হাসপাতালে বাইপাস সার্জারি হয়েছে পুরুলিয়া আদালতের আইনজীবী দীপ্তিমান বন্দ্যোপাধ্যায়। অস্ত্রোপচারে ওঁর রক্তের প্রয়োজন হয়।
আরও পড়ুন-থ্যালাসেমিয়া সচেতনতায় সাইকেলে ৪৫০০ কিলোমিটার
বিরল বি নেগেটিভ গ্রুপের রক্ত পাওয়া যাচ্ছিল না। জঙ্গিপুরের দুই নির্মাণশ্রমিক যুবক বাসেদ ও বাবুলাল খবর পেয়েই বেঙ্গালুরু থেকে চলে যান চেন্নাই। সেখানে দুজনে দু ইউনিট রক্ত দান করেন। তার পর ওঁরা বেঙ্গালুরুতে ফিরে গিয়েছেন। এই দুই যুবক সাধারণ রক্তদান শিবিরে রক্ত দেন না। কিন্তু বিশেষ প্রয়োজন পড়লে ছুটে যান। রক্তদান নিয়ে কাজ করা এক স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে ওঁদের যোগ রয়েছে। তারাই প্রয়োজনে বিরল গ্রুপের রক্তের অধিকারী এই দুজনকে রক্ত দেওয়ার জন্য পাঠিয়ে দেয়।