সাও পাওলো, ১ জানুয়ারি : শেষবারের মতো ফুটবল সম্রাট পেলেকে (Pele) বরণ করে নেওয়ার জন্য তৈরি স্যান্টোস। আজ সোমবার সকালে সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতাল থেকে পেলের কফিনবন্দি দেহ নিয়ে যাওয়া হবে সেখানে।
সম্রাটের শেষ ইচ্ছা অনুযায়ী মরদেহ নিয়ে যাওয়া হবে সাও পাওলোর ভিলা বেলমিরো স্টেডিয়ামে। এখানেই পেলের সম্রাট হয়ে ওঠা, স্যান্টোসের মাঠের প্রতিটি ঘাসের সঙ্গে জড়িয়ে ফুটবলের মহানায়ক। স্টেডিয়ামের মধ্যে মাঠের মাঝখানে ২৪ ঘণ্টা পেলের মরদেহ শায়িত থাকবে। সেখানেই সম্রাটকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ। হাসপাতাল থেকে শোভাযাত্রা করে পেলের কফিনবন্দি দেহ যে পথে স্যান্টোস ক্লাব প্রাঙ্গণে আসবে, সেই পথে শহরের বিভিন্ন জায়গায় জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছে। মানুষ যাতে পেলের শেষ যাত্রার মুহূর্ত মিস না করেন, তারই ব্যবস্থা করছে প্রশাসন।
আরও পড়ুন-’২৩ বিশ্বকাপের ২০ জনকে বেছে নিল বোর্ড
শ্রদ্ধাপর্ব শেষে মঙ্গলবার সকালে কিংবদন্তির মরদেহ নিয়ে শেষ যাত্রা হবে স্যান্টোসের রাস্তায়। কফিন বহন করে নিয়ে যাওয়া হবে সেলেস্তের সড়কপথ দিয়ে, যেখানে পেলের (Pele) মা ডোনা আরান্তেস থাকেন। একশো বছর বয়সি পেলের মা শয্যাশায়ী। এর পর পেলেকে সমাধিস্থ করা হবে ১৪ তলা লম্বা সমাধিক্ষেত্র দ্য মেমোরিয়াল নেক্রোপোল একুমেনিকায়। বিশ্বের সব থেকে লম্বা উল্লম্ব কবরস্থান এটি। পেলের বোন মারিয়া লুসিয়া ডো নাসিমেন্টো বলেছেন, ‘‘আমরা মাকে বলেছি। কিন্তু উনি বুঝতে পেরেছেন বলে মনে হয় না। মা নিজের জগতে রয়েছেন।’’
লুসিয়া আরও বলেন, ‘‘ডিকো (পেলেকে এই নামেই ডাকতেন পরিবারের সদস্যরা) কেমন আছে, সেটা আমরা মাকে জানিয়েছিলাম। কিন্তু উনি শুধু চোখ খুলে তাকিয়েছেন। ডিকোর নাম করে বলি, আমরা সবাই ওর জন্য প্রার্থনা করি। কিন্তু আমি ঠিক কী বলছি সেটা বয়সের কারণেই বোঝার মতো জ্ঞান ছিল না মা’র।’’
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…