রবিবারই প্রয়াগরাজে পরিস্থিতি খতিয়ে দেখে এসেছেন তৃণমূল কংগ্রেসের (TMC) ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যরা। মঙ্গলবার, প্রয়াগরাজ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে এবার জাতীয় মানবাধিকার কমিশনকে চিঠি দিল তৃণমূলের পাঁচ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। সেই চিঠিতে লেখা হয়েছে, প্রয়াগরাজে শিশু, মহিলা-সহ একই পরিবারের ৫ জনকে নৃশংসভাবে খুন করে ও পুড়িয়ে দেওয়ার ঘটনায় তারা জাতীয় মানবাধিকার কমিশনের (NHRC) দৃষ্টি আকর্ষণ করছে। ঘটনায় প্রয়াগরাজের পুলিশ (Police) সুপারকে নিশানা করেছে তৃণমূল কংগ্রেস। জানানো হয়েছে, নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে এফআইআরে লেখায় পুলিশ চরম গাফিলতি করেছে।
আরও পড়ুন-তীব্র গরমে পড়ুয়াদের বাঁচাতে ‘মর্নিং স্কুল’-এর নির্দেশিকা শিক্ষা দফতরের
ওই পরিবারের সদস্যরা, এক বধূ ও একটি বিশেষভাবে সক্ষম তরুণী ধর্ষণ-খুন হয়েছে বলে অভিযোগ করেন। কিন্তু পুলিশ এফআইআর (FIR)-এ ধর্ষণের অভিযোগ লেখেনি। তৃণমূলের প্রতিনিধিরা পুলিশ সুপারের সঙ্গে দেখা করলে তিনি দাবি করেন, অভিযোগকারীদের পক্ষ থেকে লিখিত বয়ানে ধর্ষণের অভিযোগ ছিল না। কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন মৌখিকভাবে তাঁরা বারবার ধর্ষণের অভিযোগ করছেন, তখন প্রাথমিক রিপোর্ট হিসেবে সেটাকে কেন নথিভুক্ত করা হল না? এক্ষেত্রে পুলিশ সত্য গোপন করতে চাইছে বলে অভিযোগ দোলা সেন, মমতাবালা ঠাকুরদের।
আরও পড়ুন-গুরুগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড, ধাঁয়ায় ঢেকেছে গোটা এলাকা
যেদিন দোলা সেন, মমতাবালা ঠাকুর সাকেত গোখলেরা প্রয়াগরাজে যান, সেখানে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড প্রয়াগরাজের গঙ্গাপাড় এলাকায় গত একমাস ধরে হয়ে চলেছে। ইতিমধ্যেই 30 জনের বেশি মানুষ খুন হয়েছেন বলে অভিযোগ স্থানীয়দের। সেই কথা চিঠিতে উল্লেখ করা হয়েছে। ঘটনার গুরুত্বের কথা বিবেচনা করে, তৃণমূলের পক্ষ থেকে আগামী 48 ঘণ্টার মধ্যে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করার আর্জি জানানো হয়েছে।\