নিয়ম মেনে দিল্লি পুলিশের কাছে ধর্ণা কর্মসূচির আবেদন তৃণমূলের

Must read

বাংলার বকেয়া টাকা আদায়ের দাবিতে পুলিশের কাছে দিল্লিতে ধর্না কর্মসূচির আবেদন তৃণমূল কংগ্রেসের (TMC)। বাংলার মানুষকে সঙ্গে নিয়ে দিল্লি যাওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু কেন্দ্র বারবার রাজধানীতে তৃণমূলের ধর্না কর্মসূচির অনুমতি বাতিল করে দেওয়া হয়। ফের একবার নিয়ম মেনে দিল্লি পুলিশের (Delhi Police) কাছে আবেদন করল ঘাসফুল শিবির। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত দিল্লির রামলীলা ময়দানে ৫০হাজার মানুষ নিয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান সমাবেশের জন্য পুলিশের কাছে অনুমতি চাইল তৃণমূল কংগ্রেস (TMC)।

একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ১০০ দিনের কাজের টাকা আদায়ের দাবিতে ‘দিল্লি চলো’র ডাক দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত রামলীলা ময়দানে ধর্নার অনুমতি চাওয়া হয়। কিন্তু দিল্লি পুলিশ অনুমতি না দেওয়ায় তৈরি হয় রাজনৈতিক বিতর্ক। দিল্লির রামলীলা ময়দানে ধর্নার কর্মসূচির আবেদন জানিয়ে পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়। শুক্রবার রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন এই কর্মসূচির জন্য আরও একবার অনুমতি চাইলেন।

আরও পড়ুন- বাংলায় ইস্পাত কারখানা করেছি আপনারাও লগ্নি করুন : সৌরভ

Latest article