বিজেপি মদতপুষ্ট দুষ্কৃতীদের হাতে আক্রান্ত তৃণমূলের বুথ সভাপতি

Must read

বারাসত: বিজেপির মদতে ভাটপাড়া পুর এলাকায় আবারও আক্রান্ত তৃণমূল কংগ্রেস নেতা। এবার ওদের আক্রমণের লক্ষ্য ভাটপাড়া এক নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি দেবাঞ্জন বিশ্বাস। অভিযোগের তির বিজেপি-আশ্রিত দুষ্কৃতীদের দিকে। ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ঘটনাটি শুক্রবার রাতের। দু নম্বর ওয়ার্ডের কুলিডিপো এলাকার ঘটনা।

আরও পড়ুন-আগামী শিক্ষাবর্ষেই চালু হবে মুখ্যমন্ত্রীর স্বপ্নের তাম্রলিপ্ত মেডিকেল কলেজ

দেবাঞ্জন জানান, ভাটপাড়া এক নম্বর ওয়ার্ড অফিসের ভ্যাক্সিনেশনের কাজে দু’নম্বর ওয়ার্ডে গিয়েছিলেন। কাজ সেরে রাতে বাড়ি ফেরার পথে ভাটপাড়া দু নম্বর ওয়ার্ড কুলিডিপোর কাছে একদল দুষ্কৃতী মোটরবাইকে চেপে এসে তাঁকে আক্রমণ করে বেধড়ক মারধর করে। মাথায়, ঘাড়ে ও হাতে ব্যাপক আঘাত লেগেছে। নাক ফেটে গিয়েছে। গলা থেকে সোনার হারও ছিনিয়ে নিয়েছে ওরা। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। দেবাঞ্জন এ ঘটনার জন্য ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন।

আরও পড়ুন-বিজেপিতেই উঠল টাকা তছরুপের অভিযোগ

অভিযোগ, এর আগেও তাঁর বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হয়েছিল। দেবাঞ্জনের সরাসরি অভিযোগ, অভিযুক্তরা বিজেপি-আশ্রিত দুষ্কৃতী। বিজেপির মদতেই এরা এলাকায় তাণ্ডব চালাচ্ছে। তবে বর্তমানে রঙ পরিবর্তন করতে যাইছে।

Latest article