পুরভোটের (Municipal Election) আগে বিজেপির (BJP) সন্ত্রাসের মধ্যেই আগরতলায় (Agartala) পৌঁছে গেলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দলীয় প্রার্থীদের নিয়ে তাঁর পদযাত্রা ত্রিপুরা প্রশাসন বন্ধ করে দিয়েছে। কিন্তু হার মানছেন না অভিষেক। সোমবার দুপুর ১২টা নাগাদ তিনি এই পথসভা করবেন বলে জানা গিয়েছে। দুপুর তিনটে নাগাদ হোটেল পোলো টাওয়ারে তাঁর সাংবাদিক বৈঠক।
এদিন সকাল ১০.১৫ মিনিট নাগাদ আগরতলা বিমান বন্দরে নামেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চলে আসেন হোটেলে। ব্রাত্য বসু, কুণাল ঘোষ, সুবল ভৌমিকদের সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। কথা হয় গ্রেফতার হওয়া যুবনেত্রী সায়নী ঘোষের ব্যাপারেও।
অন্যদিকে, আগরতলা বিমানবন্দর থেকেই বিপ্লব দেব প্রশাসনকে তোপ দাগেন অভিষেক। তিনি বলেন, “ত্রিপুরায় আমার কর্মসূচি থাকলেই প্রতিবার আমাকে আটকানোর চেষ্টা করা হয়। কিন্তু বিজেপি ত্রিপুরা জুড়ে তাণ্ডব চালাচ্ছে, তখন নীরব দর্শক পুলিশ। ত্রিপুরায় জঙ্গলরাজ চলছে। এভাবে ধমকে চমকে তৃণমূলকে আটকানো যাবে না।”
আরও পড়ুন-অশ্বিনরা কঠিন চ্যালেঞ্জে ফেলবে
প্রসঙ্গত অভিষেক ত্রিপুরার মাটিতে পা রাখার আগেই আগরতলা বিমানবন্দরে সাতসকালে একটি পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছয় বম্ব স্কোয়াড, সিআইএসএফ।
এই ঘটনাকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বোমাতঙ্ক প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “বিমানবন্দরে ব্যাগ ঘিরে বোমাতঙ্ক ছড়িয়েছে। এসব করে ভয় দেখিয়ে তৃণমূলকে আটকানো যাবে না। আমার সঙ্গে শত্রুতা থাকলে আমার গাড়ি উড়িয়ে দিন বোম মেরে। কিন্তু সাধারণ মানুষের উপর কেন এত রাগ? বিমানবন্দরে কেন এমন আচরণ?” সংবাদমাধ্যমকে আক্রমণ নিয়েও এদিন তীব্র ক্ষোভ প্রকাশ করেন অভিষেক।