দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে দেশজুড়ে উন্মাদনার আঁচ এবার পৌঁছে গেল কট্টর লাল দূর্গ বলে পরিচিত প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের (Presidency University) অন্দরেও। তৃণমূল ছাত্রপরিষদের ইউনিট খোলা হল প্রেসিডেন্সিতে। ইউনিটের সভাপতি হয়েছেন শুভম গঙ্গোপাধ্যায় ও সাধারণ সম্পাদক রাহুল চক্রবর্তী। এছাড়াও রয়েছে প্রায় কুড়ি জনের একটি টিম। যা নিয়ে যথেষ্ট উন্মাদনা তৈরি হয়েছে ছাত্র – যুব সমাজে।
আরও পড়ুন-শুক্রবার তৃণমূলের জাতীয় কর্মসমিতির প্রথম বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়
এর আগে প্রসিডেন্সিতে কখনও পিইউএসএ বা ঐক্যবদ্ধ ছাত্রমঞ্চ নামে দুএকবার নির্বাচিত হলেও তৃণমূল ছাত্র পরিষদের সরাসরি প্রতিনিধিত্ব এই প্রথম। সেদিক থেকে দেখতে গেলে লালদূর্গ বলেই পরিচিত প্রেসিডেন্সি বিশ্ববিবিশ্ববিদ্যালয়ে নিজেদের প্রথম ইউনিট তৈরি করে কার্যত ইতিহাস করল টিএমসিপি।