শুক্রবার তৃণমূলের জাতীয় কর্মসমিতির প্রথম বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়

দলের নতুন জাতীয় কর্মসমিতি তৈরী করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই(Mamata Banerjee)

Must read

দলের নতুন জাতীয় কর্মসমিতি তৈরী করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই(Mamata Banerjee)। এবার সেই কর্মসমিতির বৈঠক ডাকলেন তিনি। ১৮ তারিখ বিকেল ৪টে নাগাদ কালীঘাটে দলের জাতীয় কর্মসমিতির প্রথম বৈঠকের কথা জানিয়েছেন তৃণমূল (Tmc) সুপ্রিমো।

আরও পড়ুন-ওলা, উবের পরিষেবা বয়কটের ডাক গিল্ডের, ভোগান্তি যাত্রীদের

২০ জন বর্ষীয়ান ও যুব নেতৃত্বকে নিয়ে তৈরি হয়েছে তৃণমূলের জাতীয় কর্মসমিতি। গত শনিবার, কালীঘাটের জরুরি বৈঠকে শুধুমাত্র সদস্যদের নামের তালিকা ঘোষণা করা হয়েছিল। আপাতত সমস্ত দায়িত্ব জাতীয় কর্মসমিতির এবং শীর্ষে রয়েছেন চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্য়ায়। অন্যান্য পদাধিকারীদের নাম নেত্রী পরে ঘোষণা করবেন বলে জানিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chantterjee)। রাজনৈতিক মহলের মতে, এবার পদাধিকারীদের নাম ঘোষণা করতে পারেন মমতা।

আরও পড়ুন-কোচবিহারে মুখ্যমন্ত্রী, সার্কিট হাউজে জেলার নেতৃত্বের সঙ্গে আলোচনা

একই সঙ্গে যে চার পুরসভা নির্বাচনের ফল সোমবার ঘোষণা হয়েছে, সেগুলির মেয়র-সহ অন্যান্য পদাধিকারীদের নামও ঘোষণা করে পারেন মমতা। এর মধ্যে শিলিগুড়ি পুরসভার মেয়রের নাম ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী। বাকি তিনটি নামও শুক্রবারের বৈঠকে ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে।

Latest article