ওলা, উবের পরিষেবা বয়কটের ডাক গিল্ডের, ভোগান্তি যাত্রীদের

Must read

চালকদের সঙ্গে কর্তৃপক্ষের দুর্ব্যবহারের অভিযোগে আজ মঙ্গলবার ওলা, উবের পরিষেবা বয়কটের ডাক দিয়েছিল অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ড সহ একাধিক সংগঠন (West Bengal Online Cab Operator’s Guild)। যদিও প্রতিবাদ কর্মসূচি চলাকালীন রাস্তাঘাটে দেখা গেছে কিছু ক্যাব। তবে রাস্তায় অনলাইন ক্যাবের সংখ্যা এদিন যথেষ্ট কম। অনলাইন ক্যাব রাস্তায় নামা নিয়েও শহরের একাধিক জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে। রাস্তা আটকানো হয় রাস্তায় বেরনো অ্যাপ নির্ভর ক্যাবকে। কয়েক জাগায় গাড়ি ভাঙচুরও হয়েছে।

আরও পড়ুন – কোচবিহারে বিধ্বংসী আগুন, ঝলসে মৃত মা-ছেলে

আজ কলকাতায় অ্যাপ খুলে সার্চ করতে গিয়ে নয় পাওয়া যাচ্ছে না ক্যাবের দিশা, নইলে ঝটপট হয়ে যাচ্ছে ক্যানসেল। অথবা খুলছেই না কাঙ্ক্ষিত পেজ। অ্যাপ ক্যাব বুক করতে গিয়ে রীতিমতো নাজেহাল আজ যাত্রীরা। যদিও বা গাড়ি পাওয়া গেল, তো মাত্রা ছাড়া ফেয়ার ! প্রায় ২-৩ গুণ টাকা লাগছে। রাস্তায় ধর্মঘট সমর্থকদের যে বিক্ষোভের মুখে পড়বেন না, তারও নিশ্চয়তা নেই – তাই একাধিক ক্ষেত্রে বিভিন্ন রাস্তায় যেতেই রাজি হচ্ছেন না গাড়ির চালক। জানা যাচ্ছে, আজ সন্ধে সাড়ে ৬ টায় রাসবিহারী মোড়ে উবার অফিসের সামনে গিল্ড (West Bengal Online Cab Operator’s Guild) তাদের দাবি গুলি নিয়ে সাংবাদিক বৈঠক করবে

Latest article