সুদেষ্ণা ঘোষাল, দিল্লি: ফের নিম্নরুচির পরিচয় দিলেন মোদি সরকারের মন্ত্রী৷ কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজুর দাবি, বিরোধী শিবিরের সাংসদদের কেউই সংসদের সদস্য হওয়ার যোগ্য নন৷ তাঁর এই মন্তব্যের প্রতিবাদে সোচ্চার হয়েছে বিরোধী শিবির৷ এই প্রসঙ্গে সবার আগে প্রতিবাদ জানাতে এগিয়ে এসেছে তৃণমূল কংগ্রেস৷ নয়াদিল্লিতে দলীয় সূত্রের দাবি, কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজুর অপমানজনক মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে সংসদে স্বাধিকারভঙ্গের নোটিশ পেশ করবে তৃণমূল কংগ্রেস৷ সূত্রের দাবি, তৃণমূলের তরফে আনা স্বাধিকারভঙ্গের প্রস্তাবে সম্মতি জানাতে পারে বিরোধী শিবিরের অধিকাংশ রাজনৈতিক দল৷ এই প্রস্তাব গৃহীত হলে আরও একবার প্রবল শাসক-বিরোধী দ্বৈরথ দেখা যেতে পারে সংসদের উচ্চকক্ষে৷
ঘটনা হল, বিরোধীদের আক্রমণের মুখে এবার মোদি সরকারের কেন্দ্রীয় মন্ত্রীরাও লাগাতার মেজাজ হারাতে শুরু করেছেন৷ ব্যক্তিগত আক্রমণ থেকে অপমানজনক কথাবার্তা, বাদ যাচ্ছে না কিছুই।
আরও পড়ুন-খুনের হুমকি পেয়ে বাংলাদেশ থেকে ভারতে ঢুকতেই ধৃত দুই
প্রকৃতপক্ষে নানা ছুতোয় সংসদ চলতে দিচ্ছে না সরকারপক্ষই৷ প্রতিদিনই বিভিন্ন কারণ দেখিয়ে পরিকল্পিত হই-হট্টগোল করে সংসদের দুই কক্ষের অধিবেশন মুলতুবি করতে বাধ্য করছে ট্রেজারি বেঞ্চ৷ এই ঘটনা সহ্য করতে নারাজ বিরোধী শিবির৷ সংসদ চলতে না দেওয়া এবং সভা পরিচালনায় অগণতান্ত্রিক আচরণের প্রতিবাদে সংসদের ভিতরে ও বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধী শিবিরের সাংসদরা৷ তাঁদের দাবি, দিনের পর দিন একইভাবে সংসদ অচল করে প্রকৃতপক্ষে সংসদীয় গণতন্ত্রকে খুন করছে এই সরকার৷ এই অভিযোগকে হাতিয়ার করে বুধবার রাজ্যসভার অধিবেশনে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজুকে চেপে ধরেন বিরোধী শিবিরের সাংসদরা৷ এই সময়েই রিজিজু দাবি করেন, বিরোধীরা রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে যে অনাস্থা প্রস্তাব আনার কথা বলছেন, তা পুরোপুরি অনৈতিক৷ রিজিজুর এই দাবিকে নস্যাত্ করে ক্ষোভে ফেটে পড়ে বিরোধী শিবির৷ রাজ্যসভার চেয়ারম্যান পদে বসেও যেভাবে শাসক শিবিরের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছেন জগদীপ ধনকড়, তা মানা হবে না বলে সাফ জানায় বিরোধী শিবির৷ এর পরেই বিরোধী সাংসদদের উদ্দেশে অপমানজনক তির্যক মন্তব্য করেন কিরেণ রিজিজু৷ বিরোধী সাংসদদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে সংসদীয় মন্ত্রী হিসাবে কার্যত নিজের অযোগ্যতাই প্রমাণ করলেন রিজিজু।